Advertisement

পশ্চিমবঙ্গ

অবিক্রিত লটারির টিকিটই খুলে দিল ভাগ্য! দীপাবলির মুখে কোটিপতি চা বিক্রেতা

ভাস্কর রায়
  • মালদা,
  • 02 Nov 2021,
  • Updated 9:52 AM IST
  • 1/6

এবারের দীপাবলি বিশেষ হতে চলেছে মালদার হরিশচন্দ্রপুরের চা বিক্রেতা কমল মহলদারের জন্য। রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন তিনি।

  • 2/6

কমল মহলদার (৩৫) চা বিক্রির সঙ্গে লটারির টিকিটও বিক্রি করতেন।  সোমবার বিকেলে ১২০ টাকার টিকিট অবিক্রিত থেকে যায় তাঁর কাছে। 
 

  • 3/6

সেই টিকিটেই ভাগ্য খুলে যায় কমলের। সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে জানতে পারেন তার অবিক্রিত টিকিট এক কোটি টাকা জিতেছে। 
 

  • 4/6

এরপর কোন ঝুঁকি না নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর থানায় লটারির টিকিট নিয়ে হাজির হন কমল মহলদার। 

  • 5/6

কমল মহলদারের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা হাটখোলা এলাকায়। বাড়িতে স্ত্রী দুই সন্তান ও বয়স্ক বাবা, মা আছেন। 

  • 6/6

মা নির্মলা মহলদার কুশিদা বাজারে সবজি বিক্রেতা। লটারির টাকা পেয়ে দুই সন্তানকে ভালো শিক্ষার পেছনে খরচ করবেন কমল মহলদার।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement