Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরামবাগে হনুমানের মৃত্যু, শেষকৃত্য গ্রামবাসীদের

ভোলানাথ সাহা
  • আরামবাগ,
  • 28 Sep 2021,
  • Updated 7:47 PM IST
  • 1/7

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু (Monkey Death)। মৃত হনুমানের শেষকৃত্য সম্পন্ন করলেন গ্রামবাসীরা।

  • 2/7

ঘটনাটি হুগলির আরামবাগের (Hooghly Arambagh) পুরশুড়া ব্লকের ঘোলদিগরুই গ্রামের বরকোনতলা এলাকার। 

  • 3/7

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একটি হনুমান এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে গিয়ে ইলেকট্রিকের তারে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। 

  • 4/7

তড়িঘড়ি স্থানীয় মানুষজন হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে সেটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপরই গ্রামবাসীরা ওই মৃত হনুমানের সৎকারের জন্য উদ্যোগ নেন।

  • 5/7

খোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন সহকারে সম্পূর্ণ শাস্ত্রমতে মৃত হনুমানের দেহের সৎকার করা হয় স্থানীয় একটি মাঠে। ওই মাঠেই হনুমানটিকে কবর দেন গ্রামবাসীরা। 

  • 6/7

এলাকার বাসিন্দারের আবেদন, হনুমান মানুষেরই পূর্বপুরুষ এবং ভগবান শ্রীরামের ভক্ত। তাই কোথাও কোনও হনুমানের মৃত্যু যেন এইভাবেই শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে সৎকার করা হয়।

  • 7/7

অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ জমায়েত হন হনুমানের শেষকৃত্য দেখতে। যার জেরে রীতিমতো ভিড় লেগে যায় এলাকায়।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement