Advertisement

পশ্চিমবঙ্গ

শিলিগুড়িতে রাস্তা খুঁজতে পথে পথে ঘুরছে পুর প্রশাসনিক বোর্ড

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 27 Jun 2021,
  • Updated 6:56 PM IST
  • 1/11

শিলিগুড়ি শহরের সবচেয়ে বড় সমস্যা কি? প্রশ্ন করলে যে কেউ একবারে জানিয়ে দেবে, যানজট এবং অপরিকল্পিত রাস্তা। গলি থেকে রাজপথ একই চিত্র।

  • 2/11

তার সঙ্গে পাল্লা দিয়ে অনিয়ন্ত্রিত যান বাহন, টোটো-অটো। হাসমিচক থেকে সেবক মোড়, পানিট্যাঙ্কি মোড় থেকে চেকপোস্ট মোড় একই চিত্র। পুলিশ থেকেও নেই। থাকলেও তাদের পাত্তা দেয় না ওই সব ভাড়ায় খাটা গাড়ির চালকরা।

  • 3/11

দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও কোনও হেলদোল নেই পুলিশ-প্রশাসনের। এই সমস্য় টোটো অটোগুলি আবার ইউনিয়নের সঙ্গে যুক্ত। ফলে কারও কলার পর্যন্ত হাত দিলে নিজেদের হাত পুড়তে পারে ভালই জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

  • 4/11

তার যানজট কমিয়ে শহরকে কিছুটা স্বাভাবিক করতে হলে বিকল্প হিসেবে নতুন রাস্তা তৈরি করতে হবে। এখন প্রশ্ন হল এটাই সবচেয়ে কঠিন কাজ বাকি বিকল্পগুলির চেয়ে।

  • 5/11

তবে এবার সহজ পথ ছেড়ে কঠিন দিকেই হাত বাড়াল শিলিগুড়ি পুরনিগম। শহরের কয়েকটি এলাকায় ঘুরে নতুন রাস্তা কোথায় করা যায়, তা নিযে চিরুণি তল্লাশি চালালেন পুর প্রশাসনিক কর্তারা।

  • 6/11

উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, সদস্য অলক চক্রবর্তী ও রঞ্জন সরকার, দার্জিলিং-এর জেলাশাসক, শিলিগুড়ি পুলিশ কমিশনার, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা।

  • 7/11

পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বলেন, শিলিগুড়ি শহরের ক্রমাগত গুরুত্ব বৃদ্ধির সঙ্গে তালমিলিয়ে বাড়ছে শহরের জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা। উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিকল্প রাস্তার অনুসন্ধানে শিলিগুড়ি শহরের প্রবেশদ্বারে কয়েকটি এলাকা আজ পরিদর্শন করা হলো।

  • 8/11

জায়গা পরিদর্শন করে এগুলি নিয়ে ফের বৈঠকে বসবেন তারা। এরপর বিকল্প হিসেবে সবচেয়ে ভালো থেকে খারাপের তালিকা তৈরি করবেন। 

  • 9/11

প্রথম পছন্দের জায়গায় রাস্তা তৈরি না করা গেলে দ্বিতীয় পছন্দ নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে। তবে এ সবই সময় সাপেক্ষ ব্যাপার।

  • 10/11

দ্রুত কাজ শুরু করে দিতে চান পুর প্রশাসকমণ্ডলীর সদস্যরা। শিলিগুড়িতে পুর নির্বাচন ডিউ রয়েছে। ফলে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কাজ শুরু করে দিতে চান তাঁরা।

  • 11/11

এদিন গুরুত্ব সহকারে এলাকা খতিয়ে দেখা হয় প্রশাসকমণ্ডলীর তরফে। তবে যে সব রাস্তা বর্তমানে আছে,তাতে যানজট নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবা হবে বলে জানা গরিয়েছে। পাশাপাশি শহরে নির্দিষ্ট একাধিক পার্কিং তৈরি করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

Advertisement
Advertisement