Advertisement

পশ্চিমবঙ্গ

শ্বশুরবাড়ি গিয়ে ভাগ্য খুলল জামাইয়ের, হয়ে গেলেন কোটিপতি!

অনিল গিরি
  • আসানসোল,
  • 05 Sep 2021,
  • Updated 8:24 AM IST
  • 1/7

শশুর বাড়ি গিয়ে জামাই হলেন কোটিপতি। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ার শিবপুর এলাকায়। 

  • 2/7

বর্তমানে জামুরিয়া থানার পুলিশের মাঝে  সুরক্ষিত রয়েছেন সেই কোটিপতি জামাই।
 

  • 3/7


পেশায় বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী শ্রীধর রুইদাস জামুড়িয়ার ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর নিশ্চিন্তা পাড়ার বাসিন্দা। 
 

  • 4/7


তিনি জামুড়িয়ারই  শিবপুর এলাকায় শশুরবাড়ি এসেছিলেন।

  • 5/7

শ্বশুরবাড়িতে এসে লটারি কিনেছিলেন জামাই। আর তাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা।

  • 6/7

জামাই খবর পান তিনি লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন। আনন্দে আত্মহারা হয়ে তিনি বিষয়টি সকলকে জানালে গোটা এলাকায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। এরপর জামাই বাবাজী রাতারাতি কোটিপতি হয়ে  সুরক্ষার জন্য জামুরিয়া থানার আসেন।

  • 7/7

 শ্রীধর রুইদাস জানিয়েছেন তাঁর দুই কন্যা রয়েছে। যে এক কোটি টাকা তিনি পুরস্কার পেয়েছেন তা মেয়েদের ভবিষ্যতে গড়তে ব্যবহার করতে চান। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement