গত কয়েক দিন ধরে রোদ ঝলমলে পরিবেশ রাজ্য জুড়ে,সেইসঙ্গে শীত শীত ভাব অনুভূত হচ্ছে।
সোমবারও মূলত পরিষ্কার আকাশ থাকবে। এ দিনও রাজ্যের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানাচ্ছে, সকালের দিকে শীত শীত ভাব বজায় থাকবে। রোদ উঠবে বেলায়। রাতের দিকে ফের কমবে তাপমাত্রা। নাচ্ছে, সকালের দিকে শীত শীত ভাব বজায় থাকবে। রোদ উঠবে বেলায়। রাতের দিকে ফের কমবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২২ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পারদ পতন শুরু হবে। বাংলার বিভিন্ন জেলায় এইসময় তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার থেকে তুলনায় অনেকটা কম থাকবে।
উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে এবং কোথাও কোথাও শিশির পড়বে।
নতুন সপ্তাহে কলকাতার তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় শহরের আকাশ অংশত মেঘলা থাকবে। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জমাটি ঠান্ডার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে পড়তে চলেছে জমাটি ঠান্ডা।
এদিকে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। যার জেরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে হাল্কা থেকে মাঝারি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ২৪ নভেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যদিও নিম্নচাপের পূর্বাভাস থাকলেও, নতুন করে বৃষ্টিতে ভেজেনি বাংলা।