Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast In Makar Sankranti 2023 : ১৫ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা, ফের পারদ চড়ার পূর্বাভাস, কবে থেকে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2023,
  • Updated 5:55 PM IST
  • 1/7

রাজ্যে দাপটে ব্যাটিং করে চলেছে শীত। আজও কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আগামী ৪৮ ঘণ্টায় মূলত একই রকম থাকবে তাপমাত্রা। অর্থাৎ আবহাওয়ার কোনো পরিববর্তন নেই।

  • 2/7

তবে ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 3/7

সেক্ষেত্রে মকর সংক্রান্তিতে (Makar Sankranti 2023) কলকাতা (Kolkata), গঙ্গাসাগর-সহ (Gangasagar) দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গের (North Bengal) সর্বত্রই রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ওপরে উঠতে পারে। 

  • 4/7

তবে জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। গঙ্গাসাগরে এই সময় কুয়াশার প্রভাব দেখা যেতে পারে। 

আরও পড়ুন - গ্রামের মেয়েদের কাবাডি প্রশিক্ষণ বাগনানের যুবকের

  • 5/7

১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 6/7

এরপর ১৬ তারিখ থেকে আবার পারদ পতন শুরু হবে। ফিরবে কড়া শীত। 

  • 7/7

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আর কালিম্পংয়ে ১৩ তারিখের পর খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement