Advertisement

পশ্চিমবঙ্গ

Present বলেও Absent শীত, চাদর ছাড়াই চলছে কলকাতার

Aajtak Bangla
  • 20 Nov 2020,
  • Updated 7:34 AM IST
  • 1/10

বুধবার থেকে চড়ছে পারদ। সেই ধারা অব্যাহত ছিল বৃহস্পতিবার। শুক্রবারও নিয়মের অন্যথা হয়নি। শীতের হাল্কা ভাব থাকলেও বেলা গড়ালে ঠান্ডার আমেজ উবে যাচ্ছে। 

  • 2/10

বৃহস্পতিহাক রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশ ছিল মেঘলা। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির খবরও পাওয়া গিয়েছে। 

  • 3/10

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে। শুক্রবার পারদ আরও চড়ল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি। 
 

  • 4/10

এদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ৪৮  ঘন্টা তাপমাত্রা এরকম থাকবে। তারপর রাতের তাপমাত্রা নামবে।

  • 5/10

গত ২৪ ঘন্টায় খুল হাল্কা বৃষ্টিপাত হয়েছে সিকিমে। এছাড়াও রাজ্যের মধ্যে হাল্কা বৃষ্টি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবরের কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। 
 

  • 6/10

ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই  সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি।

  • 7/10

এদিনও উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। 

  • 8/10

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে  হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।  শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং-এ। 
 

  • 9/10

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনওরকম পরিবর্তন না হলেও তারপর তা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

  • 10/10

আগামী সোমবার থেকে ঠান্ডা পড়া শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। জেলায় তাপমাত্রা থাকবে আরও কম। তবে শীতের জন্য মাঝ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানাচ্ছেন আবহবিদরা।

Advertisement
Advertisement