Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : পশ্চিমবঙ্গের দিকেই সরছে ঘূর্ণাবর্ত, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2021,
  • Updated 5:38 PM IST
  • 1/6

আবারও ঘূর্ণাবর্তের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে মায়ানমার উপকূলের কাছে পূর্বমধ্য ও সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে (Bay Of Bengal) একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিমবঙ্গ  (west Bengal)উপকূলের দিকে সরে আসবে। 

  • 2/6

ফলে ২৮ ও ২৯ তারিখ অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে (South Bengal) ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, ২৮ তারিখ দুই মেদিনপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও কলকাতার কিছু অংশেও ভারী বৃষ্টির সতর্কতা হয়েছে। 

  • 3/6

বৃষ্টি চলবে ২৯ তারিখেও। এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার (Kolkata) কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

  • 4/6

সঙ্গে উপকূলবর্তী জেলাগুলি যেমন, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝেমধ্যে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া। 

  • 5/6

ঝড়বৃষ্টির কারণে ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীজের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশপাশি সমুদ্র তীরবর্তী পর্যটন এলাকাগুলিতে পর্যটকদের জলে নামাতেও বারণ করছে আবহাওয়া দফতর। বেড়ে যেতে পারে নদীর জলস্তরও। 

  • 6/6

একইসঙ্গে বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমে যাওয়া ও তার ফলে যানজটের আশঙ্কা করছে হাওয়া অফিস। তাছাড় কাঁচা রাস্তা ও জমির ফসলও ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে কলকাতায় জরাজীর্ণ বাড়িগুলির বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
 

Advertisement
Advertisement