Advertisement

পশ্চিমবঙ্গ

Winter Return in Bengal: ফেব্রুয়ারির শুরুতেই শীতের প্রত্যাবর্তন, এক ধাক্কায় কতটা নামবে পারদ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2023,
  • Updated 3:20 PM IST
  • 1/8

ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই সরস্বতী পুজোর দিন আকাশ পরিষ্কার। হাড় কাঁপানো ঠান্ডা অধরা থাকলেও এদিন গতকালের তুলনায় সামান্য পারদ পতন হয়েছে শহর কলকাতায়। 
 

  • 2/8

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।
 

  • 3/8

হাওয়া অফিস বলছে আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে বঙ্গে,  বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
 

  • 4/8

দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় একইরকম থাকবে তাপমাত্রা।‌ সামান্য ওঠানামা করতে পারে রাতের তাপমাত্রা।  তবে রবি ও সোমবার ফের নামবে পারদ।  এই সময়ে ২ থেকে ৩  ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
 

  • 5/8

আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার সামান্য তাপমাত্রা বাড়বে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের আমেজ ফিরবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 
 

  • 6/8


বঙ্গে শীতের প্রত্যাবর্তন নিয়ে অনেকের মনেই  দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে হাওয়া অফিস বলছে ফেব্রুয়ারির ২-৩ তারিখ অর্থআৎ আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাবে।
 

  • 7/8

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে।‌ ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।‌ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে।
 

  • 8/8

আবহাওয়া দফতর জানিয়েছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। সেইসঙ্গে বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই রাজ্যে উষ্ণতার ছোঁয়া। ঝঞ্ঝা কেটে গেলেই জমিয়ে উত্তুরে হাওয়া বইবে এমন সম্ভাবনার কথাও শোনা গিয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement