Advertisement

পশ্চিমবঙ্গ

Weekly Weather Forecast: আজ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন, নতুন সপ্তাহেই ঘুরে আসছে শীত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2023,
  • Updated 8:20 AM IST
  • 1/10

শীতের দাপট অনেকটাই কমে গিয়েছে বাংলায়। মাঘের মাঝামাঝির আগেই শীত কি বিদায় নিতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।  অব্যাহত রয়েছে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সূচক। 

  • 2/10

তবে  ফেব্রুয়ারিতে আবার ফিরবে শীত, এমনটাই অনুমান আবহাওয়া দফতরের। নতুন সপ্তাহের শেষ দিকে শীতের স্পেল ফের পেতে পারে বঙ্গবাসী।

  • 3/10

দক্ষিণবঙ্গে রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে মঙ্গল ও বুধবার অর্থাৎ ১ ফেব্রুয়ারির মধ্যে ফের বাড়বে তাপমাত্রা। 

  • 4/10

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে। যে কারণে ন্যূনতম তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে ঘোরা ফেরা করছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে ছিল একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে মাঘের মাঝামাঝি গরমের পরিস্থিতি তৈরি হয়েছে।
 

  • 5/10

আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে উষ্ণতম জানুয়ারি এটাই। তবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে আগেও ছিল তাপমাত্রা।

  • 6/10

আলিপুর আবহাওয়া দফতর গত পাঁচ বছরে ১৫-৩১ জানুয়ারির তাপমাত্রার একটা পরিসংখ্যান দিয়েছে। তাতে বলা হয়েছে ২০১৯ সালে এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। ২০২১ সালে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। গত বছর তা একটু কমে হয় ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কিন্তু এ বছর সর্ব্বোচ্চ তাপমাত্রা এখনও পর্যন্ত ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
 

  • 7/10

দুম করেই শীত যেন উধাও হয়ে গিয়েছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, যাওয়ার আগে তিন-চার দিনের জন্য শীত পড়বে। নতুন  সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সেই আমেজ থাকবে। তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে।

  • 8/10

এই সময়ে কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে তাপমাত্রা। জেলায় জেলায় ১২ ডিগ্রির নীচে নামতে পারে পারদ। আরও একবার তিন থেকে চার দিনের জন্য জমিয়ে শীতে স্পেল পাবে শবরবাসী, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 
 

  • 9/10

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় শক্তি হারিয়েছে। উত্তর-পশ্চিমের হাওয়া ঢুকছে বাংলায়। তবে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে আগামী দু তিন দিন। পয়লা ফেব্রুয়ারি বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে।

  • 10/10

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলায় শীতের আমেজ উধাও।বরং অস্বস্তি বাড়বে বেশ খানিকটা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।

 

 

 
 

 

 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement