শীতের আমেজের মাঝেই নিম্নচাপের ভ্রুকুটি। এমতাবস্থায় শীত কবে আসবে, তা জানতে চাইছেন অনেকেই।
আলিপুর আবহাওয়া বিভাগের অধিকর্তা ডক্টর গণেশ কুমার দাস জানান, আগামী ৪-৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রায় কোন পরিবর্তন নেই।
সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এরই মাঝে দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী ৩০ নভেম্বর এটি নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান। সেক্ষেত্রে নিম্নচাপের প্রভাব পড়বে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে।
আগামী ২ ডিসেম্বর তারিখ নাগাদ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এর পরে নিম্নচাপের অবস্থানে নজর রাখা হচ্ছে।
আগামী ৩০ নভেম্বর নাগাদ সেই নিম্নচাপের বিষয়ে আপডেট মিলবে।
নিম্নচাপ কোন দিকে যাবে তার উপরেই নির্ভর করছে যে কলকাতায় তা কতটা প্রভাব ফেলবে।
আপাতত কয়েকদিন কলকাতায় প্রধানত শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কথা কোনও সম্ভাবনা নেই।
তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
কলকাতার ক্ষেত্রে আপাতত খাতায়কলমে শীতকাল আসছে না। আগামী ১৫ ডিসেম্বরের আগে শীতকাল আসছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে পশ্চিমের জেলাগুলিতে কলকাতার তুলনায় তাপমাত্রা আরও কম থাকবে।