বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে । হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয় মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলিকে। এই ঘটনা নিয়ে উত্তাল গোটা বাংলা। আর এসবেরে মাঝেই মুর্শিদাবাদ থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যাচ্ছে লালগোলা এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ধৃতের নাম সোহেল রানা। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। সোমবার লালগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে লালগোলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে ভারতে রয়েছে এবং জাল আধার কার্ড তৈরি করেছিল। সূত্র জানাচ্ছে, লালগোলা থানার আটরশিয়ার বাসিন্দা সোহেল রানার আধার কার্ডে তার বাবা ও মায়ের নামের পরিবর্তে তার মেসো ও মাসি আব্দুল রশিদ ও শেফালী বিবির নাম নথিভুক্ত করা হয়েছে। যদিও তার প্রকৃত বাবা ও মায়ের নাম সাইফুল ইসলাম ও জুলেখা বিবি।
ধৃতের বাড়ি বাংলাদেশে। এ ছাড়া প্রায় সাত বছর আগে ভারতে সেলিনা খাতুনকে বিয়ে করেন সোহেল রানা। সোহেল রানা চেন্নাই-সহ অনেক জায়গায় মজুরের কাজ করতেন, কিন্তু সম্প্রতি সোহেল রানা আধার কার্ডে তার ঠিকানা পরিবর্তন করে চেন্নাইয়ের পরিবর্তে লালগোলা নাম দিয়েছেন। বেআইনিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের অভিযোগে লালগোলার বালিগ্রাম থেকে অলিউল আলম নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে আসতে সহায়তার অভিযোগে জলঙ্গী থানার দয়ারামপুর থেকে সাহরুল মোল্লা নামে এক দালালকেও গ্রেফতার করা হয়েছে।