Advertisement

Digha Jagannath Temple: খাজা নয়, মিলবে গজা, দিঘার জগন্নাথ ধাম উদ্বোধনের দিন ঘোষণা মমতার

একেবারের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় ২০ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। এই বিশাল প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা দেখতেই ৩ দিনের দিঘা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিঘার জগন্নাথ ধাম নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Aajtak Bangla
  • দিঘা ,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 4:08 PM IST
  • একটি চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সমুদ্রতীরে
  • পুরীর মতোই খাজা মিলবে দিঘার জগন্নাথ ধামে?
  • স্বর্গদ্বারও থাকবে দিঘার জগন্নাথ মন্দিরে

Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে অক্ষয় তৃতীয়ার দিন। ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বাংলার জগন্নাথ ধাম তৈরির পুরো টাকাই দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এখনও পর্যন্ত আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে। 

একটি চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সমুদ্রতীরে

একেবারের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় ২০ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। এই বিশাল প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা দেখতেই ৩ দিনের দিঘা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শন করে মুখ্যমন্ত্রী জানালেন, ২০২৫ সালের রথযাত্রায় তিনি থাকবেন দিঘায়। যেহেতু ওই জগন্নাথ মন্দিরের এটিই হবে প্রথম রথযাত্রা। মমতার কথায়, 'অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। এবং এবারেই প্রথম রথযাত্রা হবে। রথাযাত্রায় একটি সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন, ওইটি আমার তরফ থেকে ৫ লক্ষ টাকা দেব। এবার যে সোজা রথ হবে, প্রথমবার বলে এখানে এবার আমি থাকব। আমরা পুজোর ৪৮ ঘণ্টা আগেই চলে আসব। এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটি একটি চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সমুদ্রতীরে তৈরি করা হল। হাজার হাজার বছর ধরে এটা থাকবে।'

পুরীর মতোই খাজা মিলবে দিঘার জগন্নাথ ধামে?

পুরীর মতোই খাজা মিলবে দিঘার জগন্নাথ ধামে? মমতা বললেন, 'পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা, গজা, খিরের গজা, গুজিয়া, কালীঘাটের পেঁড়ার মতো পেঁড়া, এই সব বিক্রি হবে। পুজো দেওয়ার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। আমরা আশা করি, আর তিনমাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে কাজ। মার্বেলের মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রার তৈরি হয়ে গিয়েছে, নিমকাঠের মূর্তিটা তৈরি হচ্ছে।'

Advertisement

স্বর্গদ্বারও থাকবে দিঘার জগন্নাথ মন্দিরে

পুরীর মতো স্বর্গদ্বারও থাকবে দিঘার জগন্নাথ মন্দিরে। মুখ্যমন্ত্রী বললেন, 'এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে। এমনকী পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। যারা ধ্বজা তুলতে পারে, তাদের একটা বংশানুক্রমিক ব্যাপার আছে, পুরীর ছোট দ্বৈতপতিকে আমরা বলেছি, তাদের থেকে কিছু লোক যদি আমাদের দেন, ভাল হয়।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement