Advertisement

Shalimar Unrest: সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার শালিমার, চলল ইটবৃষ্টি; পরিস্থিতি সামলাতে এলাকায় নামল RAF

শনিবার রাতে উত্তপ্ত হাওড়ার শালিমার। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। তবে পুলিশ জানাচ্ছে,মোবাইলের দোকানের বিবাদ থেকে ঝামেলার সূত্রপাত। চলে ইটবৃষ্টিও। একের পর এক দোকানে ভাঙচুর চালান হয়। ঘটনায় জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবিলায় নামাতে হয় ব়্যাফ।

উত্তপ্ত হাওড়ার শালিমার-চলল ইটবৃষ্টি, পরিস্থিতি সামলাতে নামাতে হল ব়্যাফ
Aajtak Bangla
  • হাওড়া,
  • 03 Nov 2024,
  • अपडेटेड 8:45 AM IST

শনিবার রাতে উত্তপ্ত হাওড়ার শালিমার। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে রণক্ষেত্রের চেহারা নেয়  গোটা এলাকা। তবে পুলিশ জানাচ্ছে,মোবাইলের দোকানের বিবাদ থেকে ঝামেলার সূত্রপাত। চলে  ইটবৃষ্টিও। একের পর এক দোকানে ভাঙচুর চালান হয়। ঘটনায় জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবিলায় নামাতে হয়  ব়্যাফ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উত্তেজনা ছড়ায়। প্রথমে মনে করা হয়েছিল, সিন্ডিকেট নিয়ে ঝামেলা। তবে পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইলের দোকান থেকে ঘটনার সূত্রপাত। সেই দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। এর পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়। জানা গিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবি এবং সুলতান নামে দু’জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিয়ে হাওড়া সিটি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, একটি মোবাইল দোকানে দু'তিনজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেই ঝামেলা জড়িয়ে পড়ে বস্তিতে। পাথর ছোড়া হয়। ঘটনাস্থলে চলে আসে পুলিশ। নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। তারপর যে যাঁর ঘরে ঢুকে যান। দু'জনকে আটক করা হয়েছে। যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সেজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। করা হয়েছে পিকেটিং।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement