Advertisement

Jamuria Case: TMC নেতা-কয়লা মাফিয়া একমঞ্চে 'দোস্তি', জামুড়িয়ার ঘটনা VIRAL

বিয়ের আসরে এক তৃণমূল নেতার সঙ্গে কয়লা মাফিয়া। আর সেই ভিডিও ঘিরেই এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া। শহরে একটি গণবিবাহ অনুষ্ঠানের মঞ্চে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালেন কয়লা কান্ডে অন্যতম অভিযুক্ত শেখ সদ্রুদ্দিন ওরফে সদু। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জামুরিয়ায় বিয়ের মঞ্চে একসঙ্গে TMC নেতা ও কয়লা মাফিয়া
স্বপন কুমার মুখার্জি
  • জামুরিয়া,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 10:08 AM IST


 বিয়ের আসরে এক তৃণমূল নেতার সঙ্গে কয়লা মাফিয়া। আর সেই ভিডিও ঘিরেই এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে  পশ্চিম বর্ধমানের জামুড়িয়া। শহরে  একটি গণবিবাহ অনুষ্ঠানের মঞ্চে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালেন কয়লা কান্ডে অন্যতম অভিযুক্ত শেখ সদ্রুদ্দিন ওরফে সদু। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কয়লা মাফিয়া শেখ সদ্রুদ্দিনকে দেখা গিয়েছে ওই তৃণমূল নেতা বিশ্বনাথ বাউরিকে সংবর্ধনা দিতে। আর এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু বিরোধীরা রাজ্যের শাসকদলের নেতাদের সঙ্গে দুষ্কৃতী যোগের অভিযোগে ফের সরব হয়েছেন। জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা বিশ্বনাথ বাউরিকে ঘিরে দেখা দিয়েছে এই বিতর্ক। এই সংবর্ধনা দেওয়ার ভিডিও ভআইরাল হয়েছে সোশ্যাস মিডিয়ায়। 

জানা গিয়েছে, রবিবার, ৮  ডিসেম্বর জামুরিয়াতে এক গণবিবাহের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা বিশ্বনাথ বাউরি। আর সেখানেই দেখা যাচ্ছে কয়লা মাফিয়া শেখ সদ্রুদ্দিন  ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বিশ্বনাথ বাউরী কে সংবর্ধনা দিচ্ছেন।এই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল। প্রসঙ্গত শেখ সদ্রুদ্দিন সিবিআই দায়ের করা কয়লা পাচার মামলায় যে ৫০ জন অভিযুক্ত রয়েছে তার মধ্যে একজন। প্রশ্ন উঠছে কয়লা মাফিয়া কিভাবে জেলা পরিষদের সভাধিপতি কে সংবর্ধনা দিল। যদিও এই বিষয়টি সামনে আসার পর বিরোধীরা কটাক্ষ করছেন। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা তৃণমূলের রাজ্যনেতা ভি শিবদাসন দাসু বলেন, কী হয়েছে তা জানা নেই,বিষয়টি  খোঁজ নিয়ে দেখবো।

সংবাদদাতাঃ অনিল গিরি

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement