Diamond Harbour Train Blockade: প্রায়দিনই ট্রেনে দেরিতে ছাড়ে। লেট হয় অফিসে। বুধবার এর প্রতিবাদে সকাল থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইন অবরোধ করলেন যাত্রীরা। অবরোধের ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন(Sealdah Local Train) চলাচল ব্যাহত হয়েছে এবং হাজার হাজার যাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
বিক্ষোভকারী যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিদিন ভোর সাড়ে পাঁচটার ট্রেন ২০ মিনিট থেকে আধ ঘণ্টা দেরিতে ছাড়ছে। গার্ডের অনুপস্থিতির কারণে এই বিলম্ব হচ্ছে বলে তাদের অভিযোগ। এই অবস্থায় কাজে যাওয়া, চিকিৎসা করাতে যাওয়া সহ দৈনন্দিন কাজকর্মে যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়ছেন।
আজ সকাল থেকে তাঁদের এই দীর্ঘদিনের অভিযোগ নিয়ে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ শুরু করেন নিত্যযাত্রীরা। জিআরপি এবং রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় তাদের আন্দোলন অব্যাহত রাখার বার্তা দিয়েছেন।
এই অবরোধের ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় হাজার হাজার যাত্রীকে অফিস, কলেজ, হাসপাতালে যাওয়ার পথে বিপত্তি নিয়েছে। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করে ফেলছেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা বারবার স্টেশন মাস্টারকে এই সমস্যার বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, ট্রেন চলাচল সঠিক সময়ে শুরু হওয়া এবং যাত্রীদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
বুধবার দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। এই অবরোধের ফলে যাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং সামগ্রিকভাবে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্য প্রকাশ করা হয়নি।
আপডেট: রেলকর্মী ও রেলপুলিশের আশ্বাসের পর এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশন থেকে অবরোধ উঠে যায়। ১০.৫৫ নাগাদ মগরাহাট লাইন অবরোধ তোলেন বিক্ষোভকারীরা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শিয়ালদা দক্ষিণের রেল চলাচল।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই ডায়মন্ড হারবার লোকালে ট্রেনে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। দুপুর ১২ টা ১২ মিনিটের ডায়মন্ড হারবার লোকালে আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। সুভাষগ্রাম স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখুন সেই ভিডিও: