Advertisement

Dubrajpur Bomb Blast: আবার বিস্ফোরণ, দুবরাজপুরে বোমায় উড়ল TMC নেতার বাড়ির ছাদ

এগরা, বজবজের পর এবার বীরভূমের দুবরাজপুর। আবারও বোমা বিস্ফোরণ। এবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুবরাজপুরে বোমা বিস্ফোরণ
Aajtak Bangla
  • দুবরাজপুর,
  • 22 May 2023,
  • अपडेटेड 9:26 AM IST
  • পঞ্চায়েত সদস্য শেখ শফিকের বাড়িতে আচমকা বিস্ফোরণ হয়
  • বিস্ফোরণে বাড়ির ছাদ ও সিঁড়ি ভেঙে পড়েছে

এগরা, বজবজের পর এবার বীরভূমের দুবরাজপুর। আবারও বোমা বিস্ফোরণ। এবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোরাপাড়া গ্রামে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ শফিকের বাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাড়ির ছাদ ও সিঁড়ি ভেঙে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণের কারণ স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান অনুযায়ী, শেখ শফিকের বাড়িতে দেশি বোমা রাখা ছিল। অন্তত ৫০টি বোমা রাখা ছিল একসঙ্গে। আচমকা সেগুলিই বিস্ফোরণ হয়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের বাড়িতেও অল্পবিস্তর ফাটল দেখা গিয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও। বিস্ফোরণের ঘটনার পর থেকেই শফিক ও তাঁর বাড়ির লোকজন পলাতক বলে দাবি করেছে পুলিশ সূত্র।

আরও পড়ুন: Budge Budge Blast: এগরার পর বজবজ, ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত মা ও মেয়ে

গত কয়েক দিনে বাংলায় দুটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে এক শিশু-সহ মোট ৩ জনের মৃত্যু হয়। দুটির ঘটনাতেই তদন্তে নেমেছে সিআইডি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement