Advertisement

Jharkhand Train Accident: জসিডি ও শঙ্করপুরের মাঝে দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

ডাউন জসিডি আসানসোল মেমু আসছিল। ঝাড়খণ্ডের কুমারবাদ বোহিনী স্টেশন ছাড়ার পর একটি ট্রাকের সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা লাগে।

বর্ধমানে ট্রেন-ট্রাকের দুর্ঘটনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2024,
  • अपडेटेड 6:14 PM IST
  • এই ঘটনায় রেলগেটের গেটম্যানের গাফিলতি রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
  • ট্রেনের সিগন্যাল থাকার পরও রেলগেট খোলা ছিল।

পূর্ব রেলের আসানসোল ডিভিশনে বড় দুর্ঘটনা। ট্রাককে ধাক্কা মারল ট্রেন। এর ফলে ব্যাহত ডাউন লাইনে ট্রেন চলাচল। ঝাড়খণ্ডের জসিডি ও শঙ্করপুরের মাঝে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ডাউন জসিডি আসানসোল মেমু আসছিল। ঝাড়খণ্ডের কুমারবাদ বোহিনী স্টেশন ছাড়ার পর একটি ট্রাকের সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা লাগে। এই ঘটনায় হতাহতের খবর। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে। 

মধুপুর-জাসিডিহ রেল সেকশনের জাসিডিহর রোহিণী-নওয়াদিহ রেলগেটের কাছে মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। রেলগেট খোলা থাকায় একটি অনিয়ন্ত্রিত ট্রাক তীব্র গতিতে ঝাঝা-আসানসোল ইএমইউ যাত্রিবাহী ট্রেনকে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনার পর ওই রেল সেকশনের এক লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। 

রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটিতে সরানোর কাজ শুরু করে রেল। ঝাঝা-আসানসোল ইএমইউ যাত্রীরাও আটকে পড়েন। রেলপথ থেকে ক্ষতিগ্রস্ত ধ্বংসাবশেষ সরানোর পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। আপাতত এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

এই ঘটনায় রেলগেটের গেটম্যানের গাফিলতি রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ট্রেনের সিগন্যাল থাকার পরও রেলগেট খোলা ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা, আরপিএফ এবং স্থানীয় পুলিশ স্টেশন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement