Advertisement

Malay Ghatak Summoned By ED: কয়লা পাচার: সন্দেহজনক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ? মন্ত্রী মলয়কে ফের তলব ED-র

oal Smuggling Case: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা চোরাচালান মামলায় সন্দেহজনক কিছু লেনদেনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

আইনমন্ত্রী মলয় ঘটক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2023,
  • अपडेटेड 11:08 AM IST
  • সূত্রের দাবি, তাঁকে ২৬ জুন দিল্লিতে ইডি সদর দফতরে হাজির হতে বলা হয়েছে
  • গত সপ্তাহে মলয় ঘটককে দুবার তলব করেছিল ইডি

Coal Smuggling Case: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)  ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা চোরাচালান মামলায় সন্দেহজনক কিছু লেনদেনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সূত্রের দাবি, তাঁকে ২৬ জুন দিল্লিতে ইডি সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। গত সপ্তাহে মলয় ঘটককে দুবার তলব করেছিল ইডি। যদিও, পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী ইডি সদর দফতরে হাজির হননি। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য তিনি আরও সময় চেয়েছিলেন। এর আগেও কয়লা পাচার মামলায় ইডি-র হাজিরা এড়িয়েছেন মলয়।

ইডি যে তাঁকে দিল্লির বদলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক, এই আবেদন নিয়ে এর আগে দিল্লি হাইকোর্টেও আবেদন করেছিলেন মলয় ঘয়ক। যদিও তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত। দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি সদর দফতরেই হাজিরা দিতে হবে মলয়কে। কমপক্ষে ১৫ দিন আগে তাঁকে নোটিশ পাঠাতে হবে। কারণ তিনি একজন ব্যস্ত ব্যক্তি এবং একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। দিল্লি হাইকোর্টের দেওয়া আদেশ মেনে হাজির হওয়ার তারিখ থেকে ১৫ দিন আগে তাঁকে শেষ নোটিশ দিয়েছে।

ইডি সূত্রের দাবি, তিনি এবারও মলয় ঘটক তদন্তকারী অফিসারের সামনে হাজির না হন এবং এই সমনও এড়িয়ে যান, তাহলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা বাংলার মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিষয়টি আদালতের নজরেও আনতে পারে।  সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চলেছে ইডি।

কয়লা চোরাচালান মামলার আরেক প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকেও ৩০ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। সূত্রের দাবি, লালাকে কয়লা চোরাচালান মামলার তদন্তকারী আধিকারিকদের সামনে শারীরিকভাবে হাজির হতে বলা হয়েছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement