Advertisement

বড়ঞায় ৫ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ', অভিযুক্তকে গণধোলাই স্থানীয়দের

মুর্শিদাবাদের বড়ঞা থানার রানিপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ। জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলতে থাকা শিশুটিকে প্রতিবেশী এক যুবক তুলে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নির্যাতন চালন হয়। পরে শিশুটির পরিবারের সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

প্রতীকি ছবি
Aajtak Bangla
  • বড়ঞা,
  • 08 Dec 2024,
  • अपडेटेड 10:18 AM IST


মুর্শিদাবাদের বড়ঞা থানার রানিপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ। জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলতে থাকা শিশুটিকে প্রতিবেশী এক যুবক তুলে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নির্যাতন চালন হয়। পরে শিশুটির পরিবারের সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যুবককে আটক করেছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার রানিপুর গ্রামের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে  অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা। শিশুটিকে না পেয়ে খুঁজতে খুঁজতে নিকটবর্তী জঙ্গলে পৌঁছন বাড়ির লোকজন। সেখানে যুবককে তাঁরা অপকর্ম করতে দেখেছেন বলে অভিযোগ। তখনই তাঁকে জঙ্গল থেকে বার করে এনে মারধর করা হয়। 

জঙ্গল থেকে উদ্ধারের সময় শিশুটি অচৈতন্য অবস্থায় ছিল বলে  জানা গিয়েছে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় সেখানেই  চিকিৎসাধীন শিশুটি। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। তাদের অভিযোগ, শিশুটিকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আদিবাসী তরুণীর হাত-বা বাঁধা দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে পরিবার। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার ধর্ষণের অভিযোগ রাজ্যে। এ বার লালসার শিকার ৫ বছরের শিশু।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement