আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারীদের এবার কার্যত হুমকি দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী। বললেন, 'হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা।' মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই হুঁশিয়ারি তালিকায় যোগ দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদও।
'হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা'
বাঁকুড়ায় একটি জনসভায় তৃণমূল সাংসদ রীতিমতো হুঁশিয়ারির সুরে বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করবেন না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। মিথ্যা অপবাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে। এবার বলতে বাধ্য হচ্ছি, য়ারা মিথ্যে অপ্রচার করে বাংলার নেত্রীর নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুত্সা রটাবে, তাদের আর রেহাই নয়। আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। আন্দোলনের নামে বয়ফ্রেন্ডদের সঙ্গে নিয়ে ঘুরছেন।'
'যারা লক্ষ্মীর ভাণ্ডার চায় না, নেবেন না'
আন্দোলনকারীদেরকে প্রছন্ন হুঁশিয়ারি দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খোঁচা দিয়েছেন আন্দোলকারীদের। আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনেকেই দাবি করছেন, রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফিরিয়ে দিতে। ইতিমধ্যে নেক পুজো কমিটি সরকারের দেওয়া অনুদান ফেরানো শুরু করেছে। কল্যাণের কটাক্ষ, 'যারা বলছেন, যেসব বামপন্থী, যারা লক্ষ্মীর ভাণ্ডার চায় না, নেবেন না। অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার অপেক্ষায় আছেন, তাঁরা পাচ্ছেন না। আপনার দরকার না হলে নেবেন না। কে বলেছে, আপনাকে নিতে? অনেকে তো গাড়ি ছাড়া রাস্তায় বেরোন না, তারাও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন। অনেক কিছু গালাগাল দিচ্ছেন। সামলাতে পারবেন তো? ভাবলেন গান করে আর স্প্যানিশ গিটার বাজিয়ে পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করে দেব? অত সহজ নয়, অত সহজে হবে না।'
'হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না'
পিছিয়ে নেই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহও। আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বলেন, 'যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে, সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না হলে পরে এরা বাংলাকে একটা নতুন করে বাংলাদেশ করার চেষ্টা করবে। কিন্তু ওরা জানে না, হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না, করেনি। তাই আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি, পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না।'