সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। একের পর এক ভাইরাল ভিডিও (Viral Video) সামনে আসছে। কখনও স্থানীয় বিজেপি নেতার কথোপকথন, কখনও সাদা কাগজে সই করিয়ে জোর করে ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের। ইতিমধ্যেই এই সব ভাইরাল ভিডিওগুলি নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিতে অশান্তি বিজেপি-র ষড়যন্ত্র বলে দাবি করছে তৃণমূল। এহেন আবহে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সন্দেশখালি কাণ্ডে অন্যতম অভিযুক্ত শাহজাহান শেখ (Sheikh Shahjahan)।
কলকাতা হাইকোর্টে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল
যদিও বিজেপি নেতৃত্বের দাবি, AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিও। তারপর সেগুলি ভাইরাল করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ তুলে আজ অর্থাত্ শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। গঙ্গাধরের আইনজীবীর দাবি, ভুয়ো ভিডিও ছড়ানোর জেরে এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। সিবিআই-এর কাছে এই নিয়ে আগেই অভিযোগ জানানো হয়েছিল। গঙ্গাধরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। কোনও ভিডিও-রই সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান
যাবতীয় ঘটনার প্রেক্ষিতে আজ বসিরহাট মহকুমা আদালতে মুখ খুললেন শাহজাহান শেখ। আদালতে ঢোকার সময় ভাইরাল ভিডিও নিয়ে বললেন, 'এখন তো সবে শুরু। ভোটটা হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে। সব ধরা পড়বে, দেখতে পাবেন।'
'ফেক না, ওটা অরিজিনালই'
বস্তুত, সন্দেশখালি নিয়ে ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের যে স্টিং ভিডিও গত শনিবার সামনে এসেছিল, তা নিয়েও গত মঙ্গলবার জেলবন্দি শাহজাহান বলেছিলেন, 'ফেক না, ওটা অরিজিনালই।' গত ২৩ এপ্রিল বসিরহাট আদালতে হাজিরের সময় যে শাহজাহান কান্নায় ভেঙে পড়েছিলেন, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরে বেশ খোশমেজাজ দেখাচ্ছে শাহজাহানকে।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্দেশখালির দুই মহিলা দাবি করেন, তাঁদেরকে সাদা কাগজে সই করিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য করা হয়। তাঁরা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা আরও অভিযোগ করেন, জাতীয় মহিলা কমিশন তাঁদেরকে জোর করে মিথ্যে অভিযোগ দায়ের করিয়েছিল। আজ ওই ঘটনায় জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল।
আজ ঠিক কী বললেন শেখ শাহাজাহান? নীচের ভিডিও-তে দেখুন