Advertisement

Sheikh Shahjahan Audio Tape:'মৃত্যু একদিন হবেই, ভয়ের কিছু নেই', অডিও বার্তা তৃণমূল নেতা শাহজাহানের

গতকাল থেকে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির উদ্দেশে যাওয়া ইস্তক রাজ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সেখানে ইডি অফিসাররা আক্রান্ত হন। সন্দেশখালিতে তারপর থেকেই প্রশাসনিক তৎপরতা বেড়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিসও বেরিয়েছে। সন্ধেয় সেই ঘটনায় নাটকীয় মোড় তৈরি হল।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2024,
  • अपडेटेड 9:35 PM IST
  • গতকাল থেকে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির উদ্দেশে যাওয়া ইস্তক রাজ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
  • সেখানে ইডি অফিসাররা আক্রান্ত হন। সন্দেশখালিতে তারপর থেকেই প্রশাসনিক তৎপরতা বেড়েছে।

গতকাল থেকে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির উদ্দেশে যাওয়া ইস্তক রাজ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সেখানে ইডি অফিসাররা আক্রান্ত হন। সন্দেশখালিতে তারপর থেকেই প্রশাসনিক তৎপরতা বেড়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিসও বেরিয়েছে। সন্ধেয় সেই ঘটনায় নাটকীয় মোড় তৈরি হল।

শাহজাহান শেখ শুক্রবার সকালেই পালিয়েছেন। ৩৬ ঘণ্টা পর শনিবার বিকেলে গোপন ডেরা থেকে এক অডিও টেপ সন্দেশখালিতে তাঁর অনুগামীদের উদ্দেশে পাঠালেন তিনি। 

বিরোধীদের অভিযোগ, শাহজাহান শেখ এলাকায় বেশ প্রভাবশালী। তাঁর প্রচুর অনুগামীও রয়েছে। তাঁদের অভয় দিতেই ওই বার্তা বলে মনে করা হচ্ছে। যদিও 'বাংলা ডট আজতক ডট ইন' ওই বার্তার সত্যতা যাচাই করেনি। ইডির গোয়েন্দারা সন্দেহ করছেন যে শাহজাহান বাংলাদেশ বা মায়ানমারে পালিয়ে যেতে পারেন বা পালানোর চেষ্টা করতে পারেন। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাঁকে। তারইমধ্যে প্রকাশ্যে এসেছে ওই বার্তা। 

অডিও টেপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন। শুভেন্দু টুইটে শাহজাহানের নাম লেখেননি। তবে লিখেছেন, এই বাঘের অবস্থাও বীরভূমের বাঘের মতই হতে চলেছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement