Advertisement

মাত্র ২০০ টাকা নিয়ে বচসা-মারামারি, খরিদ্দারের গলায় ছুরি চালাল দোকানদার

পাওনা ২০০ টাকা না দেওয়াতে খরিদ্দারের গলায় ছুরি চালিয়ে দিলেন দোকানদার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।

পাওনা ২০০ টাকা নিয়ে বচসা-মারামারি, খরিদ্দারের গলায় ছুরি চালাল দোকানদার
Aajtak Bangla
  • ময়না,
  • 06 Dec 2024,
  • अपडेटेड 12:24 PM IST
  • গুরুতর জখম মন্টুকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা
  • অভিযুক্ত পানের দোকানদার গৌরকে রাতেই গ্রেফতার করে পুলিশ

পাওনা ২০০ টাকা না দেওয়াতে খরিদ্দারের গলায় ছুরি চালিয়ে দিলেন দোকানদার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর বিপদ কেটে গিয়েছে। অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ময়নার শ্রীকণ্ঠা বাজারে পান দোকানে পান খেতে গিয়েছিল মন্টু দাস। পানের দোকানে মন্টুর ২০০ টাকা বাকি ছিল। মন্টু আসতেই পাওনা টাকা চান দোকানদার গৌর হাটুই। এরপরেই দু'জনের মধ্যে বচসা বাধে। তা থেকেই শুরু হয় মারামারি। হঠাৎ পানদোকানি  গৌর ছুরি চালিয়ে দেন মন্টুর গলায়। মন্টু রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর জখম মন্টুকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসার পর স্থিতিশীল হন। রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত পানের দোকানদার গৌরকে রাতেই গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement