রাস পূর্ণিমা ও উৎসব উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। নবদ্বীপ ধামে আসন্ন রাস পূর্ণিমা মেলার পরিপ্রেক্ষিতে ব্যাণ্ডেল ও কাটোয়া শাখায় এই স্পেশাল ট্রেন চালানো হবে। যদিও স্পেশাল ট্রেনের সংখ্যা মাত্র এক জোড়া। এক বিবৃতিতে পূর্ব রেল জানিয়েছে, নবদ্বীপ ধামে রাস পূর্ণিমা মেলার সময় যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া বিভাগ ১৫ ও ১৬ নভেম্বর ব্যাণ্ডেল এবং কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ বিশেষ ট্রেন চালাবে, যা সমস্ত স্টেশনে থামবে।
ডাউন ইএমইউ বিশেষ ট্রেন কাটোয়া থেকে রাত ৮টা ১৮ মিনিটে ছাড়বে। ব্যান্ডেল পৌঁছবে রাত সাড়ে ১০টায়। আপ স্পেশাল ট্রেন ব্যাণ্ডেল থেকে বিকেল ৩টেয় ছাড়বে। কাটোয়া পৌঁছবে বিকেল ৫টা ১০ মিনিটে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ট্রেন চালানোর লক্ষ্য হল নবদ্বীপ ধাম উৎসবে সামিত হতে চাওয়া ভক্ত এবং দর্শনার্থীদের সুবিধার্থে। রাস পূর্ণিমা মেলায় ঝামেলামুক্ত এবং আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের এই বিশেষ ট্রেনের সুবিধা নিতে উৎসাহিত করা হচ্ছে।
বাংলায় নানা উৎসবে বিশেষ ট্রেন চালায় পূর্ব রেল। এর আগে দুর্গাপুজো, কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতেও স্পেশাল ট্রেন চালানো হয়েছে। ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মোট ৬ জোড়া ট্রেন চালানো হয়।
এদিকে, আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর প্রায় ২০০টি ট্রেন বাতিল থাকবে। রেল সূত্রে মিলেছে এই খবর। জানা গিয়েছে, এই ৩ দিন হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুসারে, হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে বহু যাত্রী দীর্ঘমেয়াদে লাভবান হবেন। তাই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই ৩ দিন ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। মশাগ্রাম-বাঁকুড়ার এই রেলপথের উচ্চতা বেশি। সেই কারণে চাইলেও বহুদিন ধরে এই দুই রেলপথ সংযুক্ত করা যায়নি। তবে সেই পরিকাঠামো তৈরির কাজই করছিল রেল। সেই কাজ সম্পন্ন হয়েছে। এবার পূর্ব রেলের কর্ড শাখার রেললাইনের সঙ্গে সিগন্যালিং এবং অন্য় সব ব্যবস্থা জুড়ে দেওয়া হবে। মশাগ্রাম স্টেশনে সেই ইন্টারলকিংয়ের কাজ চলবে।