বোলপুরে সাদা SUV গাড়িটি ঢুকতেই উল্লাস। স্লোগান, 'কেষ্টদা জিন্দাবাদ'। গাড়িতে পাশে বসে মেয়ে। বাবা-মেয়ে, দুজনের মুখেই হাসি। তৃণমূল কংগ্রেসের পতাকা উড়ছে ভিড়ের মধ্যে। গাড়ি থেকে সবাইকে হাত নাড়তেই, স্লোগানের জোর আরও বেড়ে গেল। উত্সবের মেজাজ। কান পাতা দায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো 'বীরের সম্মানে'ই প্রত্যার্তন হল বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।
'আমি এতদিন পর বাড়ি ফিরলাম'
আজ অর্থাত্ মঙ্গলবার কাকভোরে কলকাতা বিমানবন্দরে নামে অনুব্রত মণ্ডল। সেখান থেকে গাড়িতে সোজা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন। সকাল পৌনে ৯টা নাগাদ বোলপুরে পৌঁছন অনুব্রত। গাড়িতে সঙ্গে ছিলেন তাঁর কন্যা সুকন্যা। গরু পাচার মামলায় তিনিও বাবার সঙ্গে তিহাড়ে ছিলেন। গত সপ্তাহেই জামিন পেয়েছেন। বোলপুরে বাড়িতে পৌঁছে অনুব্রত মণ্ডল বললেন, 'আমি এতদিন পর বাড়ি ফিরলাম। সবাই ভাল থাকুন।'
'মমতা ব্যানার্জি বীরভূম আসছেন'
আজ বীরভূমে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলও আজই ফিরলেন। তা হলে কি মমতার সঙ্গে দেখা হবে কেষ্টর? সেই প্রসঙ্গে অনুব্রতর উত্তর, 'মমতা ব্যানার্জি বীরভূম আসছেন। শরীর যদি ভাল থাকে। দিদি ভাল থাকুন, সুস্থ থাকুন। অল ইন্ডিয়ার মানুষ দিদিকে ভালোবাসে। দেখি পায়ের অবস্থা ভাল থাকলে দিদির সঙ্গে দেখা করব।' একই সঙ্গে তাঁর বক্তব্য, 'আমার শরীর অসুস্থ। পায়ে বেদনা, কোমরে বেদনা। আমি কোর্টকে সম্মান করি। সবাই ভাল থাকুন।'
প্রথমে আসানসোল, তারপরে তিহাড়ে
২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। গ্রেফতারির পর প্রথম দিকে তাঁকে রাখা হয়েছিল আসানসোল সংশোধনাগারে। পরে ওই একই মামলায় ইডিও গ্রেফতার করে তাঁকে। তারপর থেক তিহাড় জেল। ওই একই মামলায় মেয়ে সুকন্যাও কিছু দিন আগে জামিন পেয়েছেন। তবে বীরভূমে ফেরেননি।