Advertisement

Uluberia Firecrackers Accident: উলুবেড়িয়ায় বাজি পোড়াতে গিয়ে মৃত দুই শিশু-সহ ৩, ভস্মীভূত বাড়ি ও দোকান

গঙ্গারামপুরে বাড়িতে ঘরের মধ্যেই তিনজন ফুলঝুরি, মোমবাতি জ্বালাচ্ছিল ওই দুই শিশু। সেই সময় হঠাৎ আগুন লেগে যায়।

উলুবেড়িয়ায় বাজি দুর্ঘটনা (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Nov 2024,
  • अपडेटेड 8:36 PM IST
  • গঙ্গারামপুরে বাড়িতে ঘরের মধ্যেই তিনজন ফুলঝুরি, মোমবাতি জ্বালাচ্ছিল ওই দুই শিশু।
  • সেই সময় হঠাৎ আগুন লেগে যায়।

আলোর উৎসবে মর্মান্তিক ঘটনা ঘটল হাওড়ার উলুবেড়িয়ায়। বাজি পোড়াতে দিয়ে মৃত্যু হল দুই শিশু-সহ তিনজনের। আগুনে ঝলসে গিয়েছেন তারা। মৃত আরেকজন কিশোরী বলে খবর। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে,উলুবেড়িয়ার গঙ্গারামপুরের একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তা পোড়াতে গিয়ে আচমকা অগ্নিকাণ্ড ঘটে। বাজির আগুনে ঝলতে তিনজনের মৃত্যু হয়।

গঙ্গারামপুরে বাড়িতে ঘরের মধ্যেই তিনজন ফুলঝুরি, মোমবাতি জ্বালাচ্ছিল ওই দুই শিশু। সেই সময় হঠাৎ আগুন লেগে যায়। ঘরের ভিতরে আটকে পড়ে তারা। ততক্ষণে লেলিহান আগুন গ্রাস করে নেয় বাড়িটি। প্রতিবেশীরাই খবর দেন দমকল ও পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। উদ্ধার করা হয় ৬ ও ৮ বছরের দুই শিশুকে। আরও একজনের দেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৪ বলে জানা গিয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

এই ঘটনায় ওই বাড়িটির সামনের অংশ ভস্মীভূত হয়েছে। সেই সঙ্গে পুড়ে খাক লাগোয়া দোকানও। আগুন আয়ত্তে আনে দমকলের ২টি ইঞ্জিন। বাড়ির ভিতরের আসবাবও পুড়ে গিয়েছে। কেন ঘরের মধ্যে তিনজন বাজি পোড়ানোর চেষ্টা করছিল, বাড়িতে অভিভাবকরা কোথায় ছিলেন, সেই প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। গোটা এলাকায় শোকের ছায়া। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement