Advertisement

South Bengal Heavy Rain Alert: নতুন করে ঘূর্ণাবর্ত-নিম্নচাপে উত্তাল সমুদ্র, দক্ষিণবঙ্গে দুর্যোগ, তুমুল বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপ সাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছিল গভীর নিম্নচাপটি আমাদের রাজ্য থেকে অনেক দূরে চলে গেছে । তবে সেই নিম্নচাপের ফাঁড়া কাটতে না কাটতেই নতুন করে আরও এক নিম্নচাপের আশঙ্কা! হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য মায়ানমারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু'দিনে তা নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে।

ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2024,
  • अपडेटेड 9:39 AM IST

বঙ্গোপ সাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছিল  গভীর নিম্নচাপটি আমাদের রাজ্য থেকে অনেক দূরে চলে গেছে । তবে সেই নিম্নচাপের ফাঁড়া কাটতে না কাটতেই নতুন করে আরও এক  নিম্নচাপের আশঙ্কা! হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য মায়ানমারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু'দিনে তা নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে।

ফের উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা
এই নিম্নচাপের প্রভাবে নতুন করে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে
নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে  কলকাতা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,  ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে।

উত্তরবঙ্গেও বৃষ্টি
উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিন  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা জেলাতে।  এছাড়াও বজ্রবিদ্যৎ-সহ বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।

Advertisement

কলকাতার আবহাওয়া
 এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহরে। কলকাতা এবং সংলগ্ন  অঞ্চলে বুধবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১  ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৪  শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১২.৩ মিলিমিটার। শুক্রবার শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement