কলকাতাতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 19 থেকে 22 জুন অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং -এর বেশ কিছু জায়গায় ভারী এবং অভিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। দক্ষিণ বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়া, মেদিনীপুরে 2-3 দিন তাপপ্রবাহ চলবে। তবে 2-3 দিন পর থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।