ভোররাতে কংসাবতীর বাঁধ ভেঙে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। কয়েকদিনের একটানা ভারী বৃষ্টিতে এমনিতেই বিপদ সীমার ওপরে বইছিল জেলায় জেলায় নদীগুলির জল। তার ওপরে ডিভিসির জল ছাড়ায় সেই পরিস্থিতির আরও অবনতি হয়। বুধবার ভোর রাতে পাঁশকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় আচমকাই নদী বাঁধ ভেঙ্গে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা। চরম ক্ষতির মুখে এলাকাবাসী। স্থানীয় সূত্রে খবর, বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে এলাকায়। প্লাবিত ১৮ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে জল বইছে স্টেশন চত্তরের দিকে। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, নষ্ট হয়ে গিয়েছে জমির ফসল। চরম দুর্ভোগে এলাকাবাসী।