প্রতিদিন ৪০ প্যাকেট আলু হিম ঘর থেকে বের করে সরকারকে বিক্রি করতে হবে তা না হলেই কড়া পদক্ষেপ, প্রয়োজনে হিমঘর থেকে আলু বের করে দেওয়া হবে। হিম ঘর মালিকদের এমনই হুশিয়ারি প্রশাসনের। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে কার্যত রাজ্যব্যাপী আলুর সংকট দেখা দিয়েছে ইতিমধ্যেই দাম বাড়ছে আলুর। খোলা প্রতি কেজি প্রায় ৫০ টাকায় আলুর দাম ঠেকেছে আজ। এদিকে হিমঘর মালিকদের বক্তব্য হিমঘরে যে আলু রয়েছে তা মূলত কৃষকদের আলু। সেই আলু বিক্রি করার অধিকার বা বের করার অধিকার হিমঘর কতৃপক্ষের নেই। তাই তারা সরকারি নির্দেশ কিভাবে পালন করবেন এই নিয়ে রয়েছেন সমস্যায়।