আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে একের পর এক হাসপাতালে সিনিয়র ডাক্তাররা গণইস্তফা দিচ্ছেন। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ' সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়।' আলাপনের এই বক্তব্যকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, ডাক্তাররা চলে যাক, এটা চাইছে। আসলে এরা তো বিদেশে চিকিত্সা করায়।