রাজনীতির মাঠে নেমে বোধহয় শালীনতাটা ভুলে যান রাজনৈতিক নেতারা। কাউকে আপনি কটাক্ষ করতেই পারেন। তবে কারও বংশ নিয়ে কথা বলাটা কী আদৌ ঠিক? হুগলির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশকে চোরের বংশ বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একী আজব মুখের ভাষা তাঁর। এইভাবে পাবলিক প্লেসে কেউ এই ধরনের মন্তব্য কী করে করতে পারে সেটা একবার বলুন। হতে পারে, পঞ্চায়েত নির্বাচনে গরমাগরম কথা বলে সাধারণ মানুষের ভোট পেতে হবে, তা বলে এইভাবে কারও বংশ তুলে কথা বলটা হয়তো যুক্তি সঙ্গত নয়। তিনি বললেন বংশটা পুরোটাই চোরেদের বংশ। তোপ দেগে শুভেন্দু বলেন, চুরি করাটা অভ্যেস। গোটা পরিবারটাই চোর।