আচ্ছা পুরনো দলের বন্ধু অনুব্রত মণ্ডলকে কী ভুলতে পারছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? ভাবছেন তো কেন এই কথা বলছি, কারণ তিনি যে কেষ্ট মণ্ডলের প্রিয় নকুলদানা বাতাসাকে ভুলতেই পারছেন না। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে। এই অভিযোগ শুভেন্দু অধিকারী শুরু থেকেই করেছেন। এবার অনিয়মের অভিযোগ করে তিনি পাঁচলার BDO অফিসে যান। উদ্দেশ ছিল BDO-কে কালো গোলাপ দেওয়া। কিন্তু সেই সময় BDO ছিলেন না। শুভেন্দু বাবু বলছেন তাঁর আসার কথা ছিল, সেটা জানতে পেরেই BDO অফিসে ছিলেন না। তাই জয়েন্ট BDO-র হাতে তিনি কালো গোলাপ এবং মিষ্টির প্যাকেট তুলে দেন। সেখানেই তিনি বাঁকা সুরে বলেন, যেহেতু BDO-রা পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করছেন, তাই কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন। এই কথা বলতে বলতে তাঁর হয়তো কেষ্ট মণ্ডলের কথা মনে পড়েছিল। তাই তো তিনি বলেন, মিষ্টি না পেলে নকুলদানা বাতাসাও দিতে পারেন। একটা সময় ছিল যখন অনব্রত মণ্ডলের গুড় বাতাসা স্লোগান লোকের মুখে মুখে শোনা যেত। এবার সেই বাতাসার কথা বলছেন শুভেন্দু বাবু। হতে পারে, বাতাসার সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো। তাই কী বাতাসাকে শুভেন্দু বাবু টেনে আনলেন নাকি অন্য কোনও রহস্য রয়েছে। সেই প্রশ্নটাকে একদম উড়িয়ে দেওয়া যা