২০০৮ সালে সিঙ্গুর ছেড়েছিলেন রতন টাটা। সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে। ২০২৪ সালে শুভেন্দু বিজেপিতে। রতন টাটার প্রয়াণে শোক-মিছিল করলেন সেই সিঙ্গুরেই। শুভেন্দু বললেন,'টাটা গোষ্ঠীর হাত পা ধরে বাংলায় আনব। একটা কারখানাকে কেন্দ্র করে ১০ কিলোমিটার শিল্প হবে। বুদ্ধবাবুর ব্যক্তিগত সদিচ্ছা ছিল। কিন্তু জ্যোতিবাবু হলে মেরে তুলে দিতেন। যা বুদ্ধবাবু পারেননি।' সেই সঙ্গে তাঁর বার্তা,'মুসলিমরা সিপিএমের মিছিলে যাচ্ছে, আর ভোট দিচ্ছে তৃণমূলকে। সিপিএমের ভোটাররা চায় রাজ্যের পরিবর্তন। আমি নন্দীগ্রামের ভোটারদের টেনে নিয়েছি। আমাদের আনুন, টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনব।'