Advertisement

লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে হুড়োহুড়ি, মালদায় পদপিষ্ট হয়ে আহত ১০

বুধবার ভোর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন পত্র জমা দেওয়ার জন্য সাহাপুর হাইস্কুলের সামনে ভিড় জমান কয়েক হাজার মহিলা। বেলা দশটা নাগাদ স্কুলের গেট খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় আবেদনকারী মহিলাদের মধ্যে। আর সেই ভিড়ের চাপে এবং হুড়োহুড়ির মধ্যে পড়ে আহত হন দশজন মহিলা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার বিশাল পুলিশবাহিনী। 

হুড়োহুড়িতে পদপিষ্ট
মিল্টন পাল
  • মালদা,
  • 18 Aug 2021,
  • अपडेटेड 9:03 AM IST
  • লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের লাইনে বিশৃঙ্খলা
  • ওল্ড মালদায় পদপিষ্ট, আহত ১০
  • হাসপাতালে চিকিৎসাধীন ৭

লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar Prakalpa) প্রকল্পের আবেদন পত্র জমা দিতে গিয়ে ভিড় এবং ঠেলাঠেলি মধ্যে পড়ে পদপিষ্ট হয়ে আহত ১০ জন মহিলা। পুরাতন মালদার (Old Malda) সাহাপুর হাইস্কুলের ঘটনা। অসুস্থ ওই মহিলাদের চিকিৎসার জন্য ভর্তি করান হয় পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে। পরে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও, বাকিরা এখনও চিকিৎধীন।

জানা গিয়েছে, বুধবার ভোর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন পত্র জমা দেওয়ার জন্য ওই স্কুলে ভিড় জমান কয়েক হাজার মহিলা। বেলা দশটা নাগাদ স্কুলের গেট খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় আবেদনকারী মহিলাদের মধ্যে। আর সেই ভিড়ের চাপে এবং হুড়োহুড়ির মধ্যে পড়ে আহত হন দশজন মহিলা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার বিশাল পুলিশবাহিনী। 

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হাইস্কুলের গেটটি বন্ধ ছিল। কিন্তু ভোর থেকেই অসংখ্য মহিলা আবেদন পত্র নিয়ে স্কুলের গেটের সামনে ভিড় জমান। সিভিক ভল্যান্টিয়াররা স্কুলের গেট খুলতেই হুড়োহুড়ি পড়ে যায়। আবেদনকারী মহিলারা একে অপরের গায়ের উপর দিয়ে ছুটোছুটি শুরু করেন। আর তাতেই মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন ১০ জন মহিলা।

স্থানীয়রা মনে করছেন, এই ধরনের ঘটনায় প্রশাসনের আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। নয়তো আরও বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। অন্যদিকে আবেদনকারী মহিলাদের একাংশের বক্তব্য, এই ভাবে ফর্ম জমা দেওয়া কোনওভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলাবদ্ধভাবে লাইন দিয়ে ফ্রম জমা নেওয়ার ব্যবস্থা করা হোক।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement