
১০০ দিনের কাজের টাকা নয়ছয় করেছে রাজ্য় সরকার। বিরোধী দল বিজেপি একাধিকবার এই অভিযোগ করেছে। এবার চাঞ্চল্যকর দাবি সামনে এল। জবকার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হবে, তারপরই টাকা মিলবে। এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এগরার সভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে চাঞ্চল্যকর দাবিও করেন। তাঁর অভিযোগ, ১০ লাখ লোকের যদি ভুয়ো অ্যাকাউন্ট হয় তাহলে সরকার কত টাকা মেরেছে? এর CBI তদন্ত হওয়া দরকার। কারণ, এই টাকা ভারত সরকারের।'
শুভেন্দুর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে জবকার্ড রেখে অনেকে ব্যাঙ্গালোরে কাজ করতে গেছে। তারাও টাকা পাচ্ছে ১০০ দিনের কাজের। অন্যায়ভাবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। ১৮ বছর বয়সের কম এমন অনেকেরও জবকার্ড আছে। কোনও কোনও বাড়িতে ৪ টে করে জবকার্ডের অ্যাকাউন্ট।
আরও পড়ুন : বড় খবর, এই শর্ত না মানলে বাতিল হবে PAN CARD
তারপরই বিস্ফোরক দাবি করেন শুভেন্দু।তিনি বলেন, 'এই যে চুরিটা করা হয়েছে। সেটা ছাড়ব না। আগে জবকার্ডের সঙ্গে আধারের লিঙ্ক হবে। পরিচ্ছন্ন জবকার্ডের তালিকা হবে। কত ভুয়ো কার্ড হয়েছে তার হিসেব সামনে আনা হবে। পরিযায়ী শ্রমিকদের নামেও জবকার্ড খোলা হয়েছে। স্বচ্ছভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। কোনটা ভুয়ো, কোনটা আসল সেটা চিহ্নিত হবে তারপরই জবকার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা আসবে। আমরা চাই টাকা আসুক। আমাদের লড়াই ভুয়ো লোকের বিরুদ্ধে।'
ডিয়ার লটারি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এই লটারির প্রসঙ্গে অনুব্রত মণ্ডল সহ তৃণমূলের একাধিক বিধায়কের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি।
এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথা জানান তিনি।