Advertisement

অভিনব 'ঘর ওয়াপসি', আরামবাগে ন্যাড়া হয়ে TMC-তে ফিরলেন ২০০ জন

অভিনবভাবে বিজেপি ছেড়ে তৃণমূল ফিরলেন প্রায় ২০০ জন কর্মী সমর্থক। হুগলিতে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলের ছাতার তলায় এলেন ওই কর্মী সমর্থকেরা। একইসঙ্গে বিজেপির সঙ্গে যুক্ত হওয়া তাঁদের ভুল ছিল এই কথা জানিয়ে প্রায়শ্চিত্ত হিসেবে মাথা ন্যাড়া করার পাশাপাশি গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণও করেন তাঁরা। 

মাথা ন্যাড়া করে তৃণমূলে প্রত্যাবর্তন
অনুপম মিশ্র
  • হুগলি,
  • 22 Jun 2021,
  • अपडेटेड 4:54 PM IST
  • তৃণমূলে যোগদান জারি
  • আরামবাগে তৃণমূলে ফিরলেন প্রায় ২০০ জন
  • মাথা ন্যাড়া করে 'ঘর ওয়াপসি'

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান অব্যাহত। এবার অভিনবভাবে বিজেপি ছেড়ে তৃণমূল ফিরলেন প্রায় ২০০ জন কর্মী সমর্থক। হুগলিতে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলের ছাতার তলায় এলেন ওই কর্মী সমর্থকেরা। একইসঙ্গে বিজেপির সঙ্গে যুক্ত হওয়া তাঁদের ভুল ছিল এই কথা জানিয়ে প্রায়শ্চিত্ত হিসেবে মাথা ন্যাড়া করার পাশাপাশি গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণও করেন তাঁরা। 

হুগলির আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন ওই কর্মী সমর্থকেরা। এই বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার জানাচ্ছেন, মঙ্গলবার আরামবাগে দুঃস্থদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে তৃণমূল। সেই সময় দলিত সম্প্রদায়ের কিছু মানুষ গিয়ে তাঁকে বলেন বিজেপিতে যোগ দিয়ে তাঁরা ভুল করেছেন, এবং মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে তাঁরা তৃণমূলে ফিরতে চান। 

তিনি আরও বলেন, কিছুদিন আগে বীরভূমেও বেশকিছু বিজেপির কার্যকর্তা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে তৃণমূলে ফেরেন। প্রসঙ্গত, ভোটের ফলাফলের পর থেকে তৃণমূলে 'ঘর ওয়াপসি'র পালা জারি রয়েছে। যদিও বিজেপি অবশ্য এই ধরনের ঘটনাকে নির্বাচন পরবর্তী হিংসার ফলাফল হিসেবে আখ্যা দিচ্ছে। গেরুয়া শিবিরের দাবি যেভাবে নির্বাচনের পর হিংসা হয়েছে, তাতে তাদের কার্যকর্তারা ভয় পেয়ে বাধ্য হয়ে তৃণমূলে যোগদান করছেন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement