Advertisement

ধানের বস্তা চাপা পড়ে মালদায় ৩ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় মালদা জেলায়। রাতে দুই নাতি রোহিত টুডু ও রাহুল টুডুকে নিয়ে একটি ঘরে ঘুমিয়েছিলেন তানু সোরেন নামে ওই মহিলা। পাশেই বাঁশের মাচায় ছিল বড় বড় ধানের বস্তা। বৃষ্টিতে বাঁশের মাচা বসে যায়৷ তার জেরে ধানের বস্তাগুলি ওই তিনজনের উপর পড়ে৷ 

প্রতীকী ছবি
ভাস্কর রায়
  • মালদা,
  • 28 May 2021,
  • अपडेटेड 3:26 PM IST
  • বৃষ্টিতে বসে গেল মাচা
  • ধানের বস্তা চাপা পড়ে মৃত ৩
  • মালদার চাঁচলের ঘটনা

ধানের বস্তা চাপা পড়ে মৃত্যু হল ১ মহিলা ও তাঁর ২ নাতির। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) চাঁচল ২ নম্বর ব্লকের ললিয়াবাড়ি গ্রামে৷ মৃতদের নাম তানু সোরেন, রোহিত টুডু ও রাহুল টুডু। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। 

জানা গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় মালদা জেলায়। রাতে দুই নাতি রোহিত টুডু ও রাহুল টুডুকে নিয়ে একটি ঘরে ঘুমিয়েছিলেন তানু সোরেন নামে ওই মহিলা। পাশেই বাঁশের মাচায় ছিল বড় বড় ধানের বস্তা। বৃষ্টিতে বাঁশের মাচা বসে যায়৷ তার জেরে ধানের বস্তাগুলি ওই তিনজনের উপর পড়ে৷ 

বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি বস্তাগুলি সরানোর চেষ্টা করেন পরিবারের কর্তা দশরথ টুডু। তাঁর চিৎকারে ছুটে যান  প্রতিবেশীরাও। সকলে মিলে সরান ধানের বস্তাগুলি। যদিও ততক্ষণে মৃত্যু হয়েছে ওই ৩ জনের। একসঙ্গে ওই ৩ জনের মৃত্যু শোকস্তব্ধ গোটা পরিবার। 

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যান মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বকশি। দশরথ টুডু ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। একইসঙ্গে সরকারি ভাবে এবং দলের তরফে যতটা সম্ভব সহযোগিতা করা হবে বলেও জানান বিধায়ক। 

প্রসঙ্গত গত পড়শুদিন ওডিশায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের তাণ্ডবে এরাজ্যের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে বেশকিছু কাঁচা বাড়ি। নদিবাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। এমনকী অনেক জায়গায় জলে ডুবে গিয়েছে মাঠের ফসল। যার জেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের।    


 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement