Advertisement

Diamond Harbour Mystery: সাতসকালে ডোবায় ভাসছে যুবতীর দেহ, ডায়মন্ড হারবারে 'রহস্য'

সাত সকালে ডায়মন্ড হারবার এলাকায় চাপা উত্তেজনা। জলাশয় থেকে উদ্ধার হল এই যুবতীর দেহ। যদিও তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক বাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবার থানার বারদ্রোন এলাকায়।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • ডায়মন্ড হারবার,
  • 28 Feb 2023,
  • अपडेटेड 12:43 PM IST

সাত সকালে ডায়মন্ড হারবার এলাকায় চাপা উত্তেজনা। জলাশয় থেকে উদ্ধার হল এই যুবতীর দেহ। যদিও তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক বাবেই চাঞ্চল্য ছড়িয়েছে  ডায়মন্ড হারবার থানার বারদ্রোন এলাকায়।

 মঙ্গলবার সকালে এলাকার  বাসিন্দারা  বারদ্রোন গ্রামের জলের ট্যাঙ্কের কাছে  জলাশয়ে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ ভাসতে দেখেন। স্থানীয় পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে. ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমে ঘটনাস্থলে। পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে। 

 স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উদ্ধার হওয়া যুবতী এলাকার বাসিন্দা নন। তবে প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান, কেউ বা কারা ওই যুবতীকে রাতের অন্ধকারে খুন করে রেখে গেছে। যুবতীর দেহ উদ্ধার করার পাশাপাশি পরিচয় জানার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement