Advertisement

Abhishek Banerjee: 'ছোট্ট করে দরজাটা খোলা যাক', পাল্টা 'ডিসেম্বর' হুঁশিয়ারি অভিষেকের

এতদিন ধরে 'ডিসেম্বর' শোনা যেত বিজেপি নেতানেত্রীদের মুখে। এবার 'ডিসেম্বর' হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কাঁথির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Dec 2022,
  • अपडेटेड 5:35 PM IST
  • এতদিন ধরে 'ডিসেম্বর' শোনা যেত বিজেপি নেতানেত্রীদের মুখে।
  • এবার 'ডিসেম্বর' হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এতদিন ধরে 'ডিসেম্বর' শোনা যেত বিজেপি নেতানেত্রীদের মুখে। এবার 'ডিসেম্বর' হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথির সভায় তিনি বলেন,'আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়েছি। দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। বলুন দরজা খুলব? আমার মাঝে মাঝে মনে হয়,দরজাটা খুলে দিই। আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই। ডিসেম্বর মাসে ছোট্ট করে দরজাটা খোলা যাক।'  

'ডিসেম্বর' নিয়ে বিজেপি নেতাদের কথার আক্রমণের জবাব দিলেন অভিষেক। ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ। তাঁর কথায়,'এই যে বলছে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে! আপনি জানেন আমি দরজা যদি খুলে দিই দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়েছি। দুঃসময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে লড়াই করেছে আর মীরজাফর, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বুক চিতিয়ে আনুগত্য প্রকাশ করেছেন তাঁদের মর্যাদা দিয়ে দরজা খুলছি না। বলুন দরজা খুলব? আমার তো মাঝে মাঝে মনে হয় একটু খুলে দিই।' 

অভিষেকের প্রশ্নে কাঁথির জনসভার উপস্থিত তৃণমূল কর্মীদের দ্বিধাবিভক্ত। একাংশ পক্ষে, অন্য একাংশ বিপক্ষে। জনতার আবেগ দেখে অভিষেকের মন্তব্য,'আগামী সপ্তাহে খুলি?  ৫ মিনিটের জন্য খুলব তার পর আবার বন্ধ করে দেব। খুলব কি খুলব না? আমি ছোট্ট করে দরজা খুলতে চাই। তাহলে ছোট্ট করে দরজাটা একবার খোলা যাক।'তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দেন,'বেছে বেছে নেওয়া হবে। যাঁরা দরজা দিয়ে ঢুকবে প্রায়শ্চিত্য করবে। কোনও কর্মীর মাথায় উঠে যাতে ছড়ি ঘোরাতে না পারে সেই দায়িত্ব আপনার।' এ দিনের অভিষেকের বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত, ডিসেম্বরে বিজেপিতে আবারও ভাঙন ধরাতে চলেছে তৃণমূল কংগ্রেস।      

আরও পড়ুন

নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার পর ভাবনীপুরে উপনির্বাচনে জেতেন মমতা। সেই থেকে মমতাকে কম্পার্টমেন্টাল সিএম বলে কটাক্ষ করে আসছেন বিরোধী দলনেতা। এ দিন সেই খোঁচার জবাব দিয়েছেন অভিষেক। দাবি করেছেন, নন্দীগ্রামে আবার নির্বাচন হবে। আর তাতে হারবেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,'আমার কথা লিখে রাখুন, নন্দীগ্রামে আবার ভোট হবে।'    

Advertisement

Read more!
Advertisement
Advertisement