Advertisement

Adhir Chowdhury: 'এই মামলা থেকে সরে যান,' আরজি কর-কাণ্ডে রাজ্যের আইনজীবী সিব্বলকে আর্জি অধীরের

আরজি কর মামলায় রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন কংগ্রেসের দুঁদে আইনজীবী কপিল সিব্বল। এই মামলা থেকে সিব্বলকে সরে আসার জন্য অনুরোধ করলেন অধীর চৌধুরী। বললেন, 'এই ঘটনায় বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে। অপরাধীদের পাশে না দাঁড়ালে ভালো হয়।'

অধীর চৌধুরী, কপিল সিব্বল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2024,
  • अपडेटेड 9:27 AM IST
  • কপিল সিব্বলকে অনুরোধ অধীরের।
  • আরজি কর মামলা থেকে সিব্বলকে সরতে অনুরোধ।
  • অধীর বললেন, 'অপরাধীদের পাশে না দাঁড়ালে ভালো হয়।'

আরজি কর মামলায় রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন কংগ্রেসের দুঁদে আইনজীবী কপিল সিব্বল। এই মামলা থেকে সিব্বলকে সরে আসার জন্য অনুরোধ করলেন অধীর চৌধুরী। বললেন, 'এই ঘটনায় বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে। অপরাধীদের পাশে না দাঁড়ালে ভালো হয়।'

ঠিক কী বলেছেন অধীর? 

অধীর বলেন, 'কপিল সিব্বল একজন বিশিষ্ট আইনজীবী। আমি চাইব, উনি এই মামলা থেকে সরে আসুন। এই ঘটনায় বাংলার মানুষের আবেগ জড়িয়ে। বাংলার মানুষের আবেগ ও ক্ষোভের কথা ভেবেই এ কথা বলছি। অপরাধীদের পাশে না দাঁড়ালে ভাল হয় কারণ আপনি একসময় লোকসভার নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এখনও রাজ্যসভার সদস্য।'

আরজি করের ঘটনায় শুনানি চলছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, 'রাজ্য সরকার কেন ভাঙচুরের ঘটনা রুখতে পারল না বুঝতে পারছি না।' পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল শীর্ষ আদালত। এদিন আদালত বলেছে, 'চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন। জনতার দল ঢুকে পড়ল। পুলিশ কী করছিল। গুরুতর অপরাধ। অপরাধের জায়গাকে কি সুরক্ষিত করেছিল পুলিশ?'এই মামলার পরবর্তী শুনানি ৫ সেপ্টেম্বর।

অন্য দিকে, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। চিকিৎসকদের কর্মবিরতি তোলার জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। অন্য দিকে, আজ থানা ঘেরাও কর্মসূচি করবে বিজেপি। আরজি করের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement