Advertisement

Anubrata Mondal : 'আমাকে জামিন দিন, হাত পায়ে ব্যালেন্স পাচ্ছি না', আদালতে কাতর আর্জি অনুব্রতর

এদিন বিচারককে বীরভূমের তৃণমূল নেতা বলেন, 'আমার ৯ মাস হয়ে গেল। আমাকে জামিন দিন। হাত পায়ে ব্যালেন্স পাচ্ছি না। অসহ্য যন্ত্রণা। হাই সুগার'। যদিও বিচারক জানান, 'মহামান্য হাই কোর্ট আপনার জামিনের আবেদন খারিজ করেছে। আগে ওখানে জামিন পান। তার পর এখানে দু'পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেব। আমরা জেল কর্তৃপক্ষকে আপনার চিকিৎসার ব্যবস্থা করতে বলেছি ইতিমধ্যেই'।

অনুব্রত মণ্ডল
  • আদালতে ভার্চুয়ালি পেশ অনুব্রতকে
  • জানালেন নিজের অসুস্থতার কথা
  • ঠিক কী বললেন?

তিনি অসুস্থ তাই জামিন দেওয়া হোক, আগেও এই আবেদন আদালতে জানিয়েছেন। এবার ফের একবার আদালতে তেমনই আর্জি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার দিল্লির তিহাড় জেলে বন্দি এই তৃণমূল নেতাকে ভার্চয়ালি আসানসোলের আদালতে পেশ করানো হয়। শুনানি চলাকালিন বিচারককে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেন অনুব্রত। যদিও বিচারক স্পষ্ট জানিয়ে দেন, কলকাতা হাইকোর্ট জামিন দিলে তবেই তিনি উভয়পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন। তবে অনুব্রত মণ্ডলকে সুচিকিৎসা করানোর আশ্বাস দেন বিচারক।

এদিন বিচারককে বীরভূমের তৃণমূল নেতা বলেন, 'আমার ৯ মাস হয়ে গেল। আমাকে জামিন দিন। হাত পায়ে ব্যালেন্স পাচ্ছি না। অসহ্য যন্ত্রণা। হাই সুগার'। যদিও বিচারক জানান, 'মহামান্য হাই কোর্ট আপনার জামিনের আবেদন খারিজ করেছে। আগে ওখানে জামিন পান। তার পর এখানে দু'পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেব। আমরা জেল কর্তৃপক্ষকে আপনার চিকিৎসার ব্যবস্থা করতে বলেছি ইতিমধ্যেই'।

অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলার পরেই একদা তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গেও কথা বলেন বিচারক। গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনও বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা সিবিআই-এর (CBI) গয়না ফেরতের আবেদন নিয়ে এদিন শুনানি হয়। সায়গলের কিছু গয়না ফেরত দিতে রাজি হয় সিবিআই। তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য বাজেয়াপ্ত করা গয়নার তালিকা পেশ করেন আদালতে। জানান, সায়গলের কাছ থেকে মোট ৩৬ লক্ষ ৬৭ হাজার ৭০৯ টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে তিনটি গয়না ফেরত দেওয়া যেতে পারে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, যে গয়নাগুলির বৈধ রসিদ রয়েছে, সেগুলিই ফেরত দেওয়া হবে। কিন্তু এমন অনেক গয়না রয়েছে, যেগুলির কোনও রসিদ নেই, বা থাকলেও তা ভুয়ো। তাই সেই সমস্ত গয়না ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সিবিআই।  

Advertisement

আরও পড়ুন - সামনেই বর্ষা, সর্দি-কাশি এড়াতে খান ড্রাই ফ্রুটস, কীভাবে খাবেন?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement