Advertisement

Anubrata Mondal: শিবঠাকুরের গলা টিপতে চেয়েছিল কেষ্ট! মা সুভদ্রার গোপন জবানবন্দী নিল আদালত

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) রাজ্য পুলিশ গ্রেফতার করতেই সামনে আসে শিবঠাকুরের নাম। অনুব্রত ওরফে কেষ্টর  বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূলেরই কর্মী পেশায় কীর্তনিয়া শিবঠাকুর মণ্ডল। দুবরাজপুর থানার এই মামলায় শিবঠাকুরের বয়ান নেওয়া হয়েছে আগেই, এবার নেওয়া হল শিবঠাকুরের মায়ের গোপন জবানবন্দি। শনিবার শিবঠাকুরের মা সুভদ্রা মণ্ডলের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

অনুব্রত- শিবঠাকুর
Aajtak Bangla
  • বোলপুর ,
  • 31 Dec 2022,
  • अपडेटेड 7:25 PM IST
  • অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) রাজ্য পুলিশ গ্রেফতার করতেই সামনে আসে শিবঠাকুরের নাম।
  • অনুব্রত ওরফে কেষ্টর  বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূলেরই কর্মী পেশায় কীর্তনিয়া শিবঠাকুর মণ্ডল।

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) রাজ্য পুলিশ গ্রেফতার করতেই সামনে আসে শিবঠাকুরের নাম। অনুব্রত ওরফে কেষ্টর  বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূলেরই কর্মী পেশায় কীর্তনিয়া শিবঠাকুর মণ্ডল। দুবরাজপুর থানার এই মামলায় শিবঠাকুরের বয়ান নেওয়া হয়েছে আগেই, এবার নেওয়া হল শিবঠাকুরের মায়ের গোপন জবানবন্দি। শনিবার শিবঠাকুরের মা সুভদ্রা মণ্ডলের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

দুবরাজপুর আদালত ইতিমধ্যেই এই মামলায় অনুব্রতকে জামিন দিয়েছে। এখন আসানসোল জেলেই রয়েছেন অনুব্রত। তবে ঘটনার তদন্ত চলছে। সপ্তাহখানেক আগে দুবরাজপুর আদালতে গোপন জবানবন্দি দেন শিবঠাকুর। অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ আনার চারদিন পর শিবঠাকুরকে তলব করা হয়েছিল। এবার নেওয়া হল তাঁর মায়ের বয়ানও।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গলা টিপে খুন করার চেষ্টার অভিযোগ তুলেছিলেন শিবঠাকুর। তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরই না কি ঘটেছিল সেই ঘটনা। সেই অভিযোগের ভিত্তিতেই দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে। ৭ দিনের পুলিশ হেফাজতেও ছিলেন অনুব্রত।

এদিকে অনুব্রতের দিল্লিযাত্রা থমকে গিয়েছে শিবঠাকুরের করা অভিযোগের জেরে। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর গত সোমবার রাতে পুলিশে অভিযোগ করেন, অনুব্রত ২০২১ সালে তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। 

জানা গেছে, শিবঠাকুরের স্ত্রী প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁদের দুই সন্তান। এক জন পড়ে দ্বিতীয় শ্রেণিতে। অন্য জন শিশুশ্রেণির পড়ুয়া। 

আরও পড়ুন-SSC: ভুল তথ্যে নিয়োগ ববিতার? এবার চাকরির দাবিদার অনামিকা

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement