Advertisement

Early Trends : BJP-TMC এগিয়ে প্রায় সমান সংখ্যক আসনে

পোস্টাল ব্যালটের গণনার শুরু থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটা সামনে আসে। দেখা যায় কোন আসনে বিজেপি, আবার কোনও আসনে তৃণমূল এগিয়ে যাচ্ছে।

Modi Mamata
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 May 2021,
  • अपडेटेड 9:34 AM IST
  • গণনা শুরুর প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই
  • বিজেপি ও তৃণমূল প্রায় সমান সংখ্যক আসনে এগিয়ে
  • নন্দীগ্রামে মমতাকে পিছনে ফেলেছেন শুভেন্দু

সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই। সকাল ৯টা বেজে ২ মিনিট পর্যন্ত রাজ্যের ২৯২টি আসনের মধ্যে ২০০ আসনের আর্লি ট্রেন্ড সামনে আসে। সেখানে দেখা যায়, বিজেপি ও তৃণমূল প্রায় সমান সংখ্যক আসনে এগিয়ে।

পোস্টাল ব্যালটের গণনার শুরু থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটা সামনে আসে। দেখা যায় কোন আসনে বিজেপি, আবার কোনও আসনে তৃণমূল এগিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন : ভোট গণনার আগেই ভাঙড়ে উদ্ধার বোমা

শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজারহাট-নিউটাউনে এগিয়ে তৃণমূল। কাটোয়াতে এগিয়ে বিজেপি,বোলপুরে এগিয়ে তৃণমূল। প্রাথমিক গণনায়  তারকেশ্বরে পিছিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। ডোমজুড়ে এগিয়ে রাজীব বন্দ্য়োপাধ্য়ায় । নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী। কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম। রাসবিহারীতে এগিয়ে বিজেপি। সবংয়ে এগিয়ে মানস ভুইঞা। সিঙ্গুরে এগিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আসানসোল উত্তরে এগিয়ে মলয় ঘটক। লকেট চট্টোপাধ্যায় এগিয়ে। 

উত্তরবঙ্গেও একাধিক আসনে এগিয়ে বিজেপি। সেখানে প্রথম রাউন্ডে ১৩৯৩ ভোটে এগিয়ে আছে দিনহাটায়  বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। প্রথম রাউন্ডে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে ৮১৭ ভোটে এগিয়ে বিজেপি। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী সীতানাথ ঘোষ পিছিয়ে। প্রথম রাউন্ডে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে ৮১৭ ভোটে এগিয়ে বিজেপি। মালদার চাঁচলে এগিয়ে তৃণমূলের নীহার রঞ্জন ঘোষ। মালদার মালতিপুরে এগিয়ে তৃণমূলের রহিম বক্সি। বালিতে টিএমসি উত্তরায় বিজেপি এগিয়ে। 
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement