ফের উত্তপ্ত উত্তরবঙ্গ! এবার বিমল গুরুং ও বিনয় তামাং সমর্থকদের মধ্যে সংঘর্ষে অশান্ত হল পাহাড়। এতদিন কেবল বাগযুদ্ধেই সীমাবদ্ধ ছিল, কিন্তু মঙ্গলবারের ঘটনায় অন্য মোড় নিল পাহাড়ের রাজনীতি। বিমল গুরুংয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং-শিবির।
এই ঘটনায় ক্ষুদ্ধ দার্জিলিং মহকুমার সভাপতি আলকো থুলুং। তিনি বলেন, "বিমল গুরুং পাহাড়ের মধ্যে উত্তেজনা শুরু করেছিলেন, আমরা এর বিরোধিতা করছি। আমরা এ নিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধও করেছি বিষয়টি দেখার। বিমল গুরুং দার্জিলিংয়ে আসার আগেই তাঁর সমর্থকেরা উত্তেজনা তৈরি শুরু করেছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে অনুরোধ করছি।"
জানা গিয়েছে, দার্জিলিং সদর হাসপাতালে তুকভর চা-বাগানের বাসিন্দাকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করেন তাঁর পড়শিরা। তিনি আইসিইউতে আছেন। বিনয় শিবিরের দার্জিলিং মহকুমার সভাপতি অলোক কান্তামনি থুলুং অভিযোগ করেছেন, এ দিন তুকভর বাগানে বৈঠক করছিলেন বিমলপন্থী নেতারা। বিমল গুরুংয়ের গুন্ডারা আক্রমণ চালায় বলে অভিযোগ।
বিনয় তামাং স্পষ্ট জানান, একটি অগণতান্ত্রিক দলকে সমর্থন করেছি। কারণ মহাত্মা গান্ধীর মতাদর্শ অনুসারে আমি অহিংসায় বিশ্বাসী ছিলাম। আমি জনগণের কাছে আবেদন জানাতে চাই পাহাড়গুলিতে শান্তি বিঘ্নিত করার জন্য বিমল গুরুংয়ের পার্টির এ জাতীয় আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
এই ঘটনাইয় এফআইআরও দায়ের হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিও করা হয়। আইনের সঙ্গে আপোশ না করার আর্জি জানান বিনয় তামাং।