দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) গাড়ি। দুর্ঘটনায় আহত মন্ত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাছে জৌগ্রাম এলাকায়। ইতিমধ্যেই চিকিৎসা করিয়েছেন তিনি।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন বেচারাম মান্না। তারপর সুফল বাংলার দু'টি বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী। সেই কর্মসূচি শেষ করে আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন বেচারাম। কখনই দুর্ঘনার কবলে পড়েন তিনি।
কলকাতায় ফেরার সময় বেচারাম মান্নার গাড়ি তারই কনভয়ের পাইলট গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। পাইলট গাড়ির সামনে অন্য একটি গাড়ি হঠাই চলে আসায় আচমকাই ব্রেক কষতে হয় সেটিকে। আর পাইলট গাড়িটি হঠাৎ থেমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি ধাক্কা মারে পাইলট গাড়ির পিছনে। দুর্ঘটনায় চোট পান মন্ত্রী। আহত হন চালক ও তাঁর এক দেহরক্ষীও।
প্রসঙ্গত, এর আগে গতবছরও এই সেপ্টেম্বর মাসেই দুর্ঘটনার কবলে পড়ে বেচারাম মান্নার কনভয়। মানিকতলা থেকে রাজাবাজারের মাঝে মোড় নেওয়ার সময় তাঁর কনভয়ের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ট্যাক্সির। দুর্ঘটনায় ট্যাক্সিচালক এবং দুই পুলিশকর্মী আহত নয়। তবে সেই সময় অবশ্য নিরাপদেই ছিলেন মন্ত্রী।
আরও পড়ুন - ঠিক কোন সময় খাওয়া-দাওয়া করলে দ্রুত ভুঁড়ি কমে? রইল...