Advertisement

রাজ্যে ধেয়ে আসছে আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশ!

করোনাকালে এবার ঘূর্ণিঝড়ের কালো মেঘ রাজ্যের আকাশে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সুন্দরবনে আগামী ২৩ মে থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড়টি। যার নাম যশ।

রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2021,
  • अपडेटेड 11:35 PM IST
  • ২৩-২৫ মে'র মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ
  • সুন্দরবন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা

করোনাকালে এবার ঘূর্ণিঝড়ের কালো মেঘ রাজ্যের আকাশে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সুন্দরবনে আগামী ২৩ মে থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড়টি। যার নাম যশ।

প্রসঙ্গত, গতবছর মে মাস নাগাদ আমফান আছড়ে পড়েছিল রাজ্যে। যার জেরে প্রচুক ক্ষয়ক্ষতি হয়। ভেঙে পড়ে বাড়ি, বৈদ্যুতিক খুঁটি। ,দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাণ্ডব চালিয়েছিল আমফাজন। মৃত্যু হয়েছিল অনেকের। শহর কলকাতাও সেই ঝড়ের হাত থেকে রক্ষা পায়নি। এবারও চোখ রাঙাচ্ছে যশ। 

আরও পড়ুন

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। যা শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিবর্তিত হতে পারে। আর তার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবনে। তারপর সেটি বাংলাদেশের দিকে চলে যাবে। 

আবহাওয়াবিদদের আশঙ্কা, বঙ্গোপসাগরে থাকাকালীন শক্তি সঞ্চয় করে আমফানের মতো রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়। গতবার করোনার সময়ই ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছিল বাংলায়। এবারও যদি তেমন হয়, তাহলে প্রশাসনের পক্ষে তা বেশ উদ্বেগের এব্য়াপারে কোনও সন্দেহ নেই। 

প্রসঙ্গত, কয়েকদিনের প্যাচপ্যাচে গরমে নাজেহাল রাজ্যবাসী। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২ দিন আরও ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে আজ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। তাতে কিছুটা হলেও স্বস্তি মেলে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। 
 

Read more!
Advertisement
Advertisement