গরমে ওষ্ঠাগত রাজ্যবাসী। বাড়ির বাইরে পা দিলেই মনে হচ্ছে আগুনের হলকা এসে লাগছে। তবে এরমধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। কাল, সোমবার থেকে হালকা বৃষ্টি হতে পারে কিছু জেলায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে দাবদাহ এরকমই চলবে। কলকাতা, হাওড়া, হুগলী, বর্ধমানে বৃষ্টির কোনও সম্ভাবনা চলতি সপ্তাহে নেই। উত্তরেও একই পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, আলুপুরদুয়ার ও কোচবিহার ছাড়া কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
কলকাতা-সহ একাধিক জেলায় সকাল থেকেই শুরু হচ্ছে তাপপ্রবাহ। বেলা বাড়লে তীব্র লু বইছে। এত প্রচণ্ড রোদের তেজ যে বেশিক্ষণ বাইরে থাকলে অস্বস্তি হচ্ছে শরীরে। গত কয়েকদিন থেকেই গরম বেড়েছে অস্বাভাবিকভাবে। দুপুরের দিকে রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। প্রয়োজনে যাঁদের বেরোতে হচ্ছে তাঁদের গলদঘর্ম দশা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন গরমে। আগামী দু’দিনে রাজ্যের গড় তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাজ্যের সাত জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রীতিমতো তাপপ্রবাহ হতে পারে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে না ঢুকলে সারা রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও পারদ নামবে না। কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছে। আগামী আরও কয়েকদিন এমন জ্বালাপোড়া গরম সইতে হবে রাজ্যবাসীকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘামও হবে। অর্থাৎ প্যাচপ্যাচে গরম থেকে এখনই রেহাই পাওয়া যাচ্ছে না।
তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। ইতিমধ্যে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের আসানসোলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। উত্তরবঙ্গে তাপপ্রবাহ চলবে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।