Advertisement

খোওয়া গিয়েছিল ব্যাঙ্ক ম্য়ানেজারের ATM কার্ড, সেই সূত্রে পুলিশের জালে ৪ সাইবার অপরাধী

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বড়সড় সাফল্য় পেল দুর্গাপুর (Durgapur) থানা। তাদের সাইবার অপরাধ (Cyber Crime) আটক করল ৪ অভিযুক্তকে। তারা বিহারের বাসিন্দা।

সাইবার প্রতারণার অভিযোগে ৪ অভিযুক্তকে আটক করল দুর্গাপুর থানার সাইবার অপরাধ বিভাগ (প্রতীকি ছবি)
অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 30 Jan 2021,
  • अपडेटेड 7:22 PM IST
  • সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বড়সড় সাফল্য় পেল দুর্গাপুর থানা
  • তাদের সাইবার ক্রাইম অপরাধ আটক করল ৪ অভিযুক্তকে
  • তারা বিহারের বাসিন্দা

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বড়সড় সাফল্য় পেল দুর্গাপুর (Durgapur) থানা। তাদের সাইবার অপরাধ (Cyber Crime) আটক করল ৪ অভিযুক্তকে। তারা বিহারের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা (Cyber Fraud)র অভিযোগে চার অভিযুক্তকে আটক করল দুর্গাপুর থানার সাইবার অপরাধ (Cyber Crime) বিভাগ। নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

শুক্রবার রাতে দুর্গাপুর থানার কাদা রোড এলাকা থেকে চার অভিযুক্তকে আটক করে পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। বর্তমানে দুর্গাপুরের থাকত। সেখানে তারা ভাড়া নিয়ে থাকত বলে জানা গেছে।

পুলিশ সূত্রের খবর, গত বছর নভেম্বর মাসে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের মানিব্যাগ ও মোবাইল খোওয়া যায়। সেই মানিব্যাগের ভেতরে এটিএম কার্ড ছিল। আর সেই এটিএম কার্ড ব্যবহার করে সাইবার অপরাধীরা লক্ষাধিক টাকা চুরি করে নেয় বলে অভিযোগ। তিনি সেই সময় থানায় অভিযোগ দায়ের করেন।

এর পরেই ঘটনার তদন্তে নামে দুর্গাপুর থানার সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগ।  পুলিশ সূত্রের খবর জেরায় অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করে নিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রে সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, দেখা হচ্ছে। কতদিন ধরে তারা এই কাজ করছিল, তার তদন্ত করছে পুলিশ।

এদিকে, স্পেশাল টাস্ক ফোর্স-এর হাতে ধরা পড়ল ভিন রাজ্যের দুই সাইবার অপরাধী। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে এটিএম কার্ড, নগদ টাকা এবং মোবাইল। শনিবার শিলিগুড়ির ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছ থেকে মিলেছে ৫২টি এটিএম কার্ড, নগদ টাকা ও বেশ কিছু মোবাইল। ওই দু'জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তারা ভিন রাজ্যের বাসিন্দা।

Advertisement

আরও জানা গিয়েছে, দুই সাইবার অপরাধীকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতেরা হল সঞ্জয় করমদ্বীপ ও সনু কুমার। তারা দুজনেই হরিয়ানার বাসিন্দা। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রের পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement